promotional_ad

র‍্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষ পাঁচে ডাফি

র‍্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষ পাঁচে জ্যাকব ডাফি, ফাইল ফটো
চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আন্তর্জাতিক ক্রিকেটে তেমন চাপ নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান। আন্তর্জাতিক ক্রিকেটে চলমান আছে কেবল সেই একটি সিরিজই। এই সিরিজের তৃতীয় এবং চতুর্থ ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করে বোলারদের র‍্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন জ্যাকব ডাফি।

promotional_ad

প্রথম দুটি ম্যাচে ছয় উইকেট নিয়ে গত সপ্তাহে র‍্যাঙ্কিংয়ে ২৩ ধাপ এগিয়ে ১২তম স্থানে উঠেছিলেন ডাফি। গত সপ্তাহে তৃতীয় ম্যাচে ৩৭ রানে একটি উইকেট নেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠিত হওয়া চতুর্থ ম্যাচে ২০ রানে চারটি উইকেট নেন তিনি।


আরো পড়ুন

রাচিন-ডাফিকে পেছনে ফেলে আইসিসির মাসসেরা আইয়ার

১৫ এপ্রিল ২৫
আইসিসি

আর তাতে র‍্যাঙ্কিংয়ে আরও সাত ধাপ এগিয়ে পাঁচ নম্বরে চলে এসেছেন ৩০ বছর বয়সী এই বোলার। একই সিরিজের চতুর্থ ম্যাচে ২৫ রান খরচায় তিনটি উইকেট নিয়ে র‍্যাঙ্কিংয়ে ২৬ ধাপ এগিয়ে ৬৪তম স্থানে পৌঁছেছেন আরেক কিউই পেসার জ্যাকারি ফোকস।


promotional_ad

এই সিরিজের তৃতীয় ও চতুর্থ ম্যাচে সবচেয়ে বেশি উইকেট নেন হারিস রউফ। দুই ম্যাচেই তিনটি করে উইকেট শিকার করেন তিনি। এমন পারফরম্যান্সে ১১ ধাপ এগিয়ে ১৫তম স্থানে উঠেছেন পাকিস্তানের এই পেসার।


আরো পড়ুন

র‍্যাঙ্কিংয়ে সেরা পাঁচে ব্রেসওয়েল, সিয়ার্সের লম্বা লাফ

৯ এপ্রিল ২৫
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে বেন সিয়ার্স

সিরিজের চতুর্থ ম্যাচে ২০ বলে ৫০ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন কিউই ওপেনার ফিন অ্যালেন। পুরষ্কারস্বরূপ ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে গেছেন তিনি। বর্তমানে ১৬তম স্থানে আছেন এই ওপেনার।


এ ছাড়া অকল্যান্ডে তৃতীয় ম্যাচে ৪৪ বলে ৯৪ রানের ইনিংস খেলে ১০ ধাপ এগিয়ে ৪১তম স্থানে পৌঁছে গেছেন মার্ক চ্যাপম্যান। এই ম্যাচে ৪৫ বলে অপরাজিত ১০৫ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন পাকিস্তানের তরুণ ওপেনার হাসান নাওয়াজ। এই ইনিংসে ৭৭তম স্থানে পৌঁছে গেছেন তিনি।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball