র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষ পাঁচে ডাফি

ছবি: র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষ পাঁচে জ্যাকব ডাফি, ফাইল ফটো

প্রথম দুটি ম্যাচে ছয় উইকেট নিয়ে গত সপ্তাহে র্যাঙ্কিংয়ে ২৩ ধাপ এগিয়ে ১২তম স্থানে উঠেছিলেন ডাফি। গত সপ্তাহে তৃতীয় ম্যাচে ৩৭ রানে একটি উইকেট নেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠিত হওয়া চতুর্থ ম্যাচে ২০ রানে চারটি উইকেট নেন তিনি।
পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে ক্যারিয়ারসেরা র্যাঙ্কিংয়ে ডাফি
১৯ মার্চ ২৫
আর তাতে র্যাঙ্কিংয়ে আরও সাত ধাপ এগিয়ে পাঁচ নম্বরে চলে এসেছেন ৩০ বছর বয়সী এই বোলার। একই সিরিজের চতুর্থ ম্যাচে ২৫ রান খরচায় তিনটি উইকেট নিয়ে র্যাঙ্কিংয়ে ২৬ ধাপ এগিয়ে ৬৪তম স্থানে পৌঁছেছেন আরেক কিউই পেসার জ্যাকারি ফোকস।

এই সিরিজের তৃতীয় ও চতুর্থ ম্যাচে সবচেয়ে বেশি উইকেট নেন হারিস রউফ। দুই ম্যাচেই তিনটি করে উইকেট শিকার করেন তিনি। এমন পারফরম্যান্সে ১১ ধাপ এগিয়ে ১৫তম স্থানে উঠেছেন পাকিস্তানের এই পেসার।
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে ওমরজাই
৫ মার্চ ২৫
সিরিজের চতুর্থ ম্যাচে ২০ বলে ৫০ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন কিউই ওপেনার ফিন অ্যালেন। পুরষ্কারস্বরূপ ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে গেছেন তিনি। বর্তমানে ১৬তম স্থানে আছেন এই ওপেনার।
এ ছাড়া অকল্যান্ডে তৃতীয় ম্যাচে ৪৪ বলে ৯৪ রানের ইনিংস খেলে ১০ ধাপ এগিয়ে ৪১তম স্থানে পৌঁছে গেছেন মার্ক চ্যাপম্যান। এই ম্যাচে ৪৫ বলে অপরাজিত ১০৫ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন পাকিস্তানের তরুণ ওপেনার হাসান নাওয়াজ। এই ইনিংসে ৭৭তম স্থানে পৌঁছে গেছেন তিনি।