promotional_ad

দুই শতাধিক রান টপকাতে গিয়ে এবার ১০৫ রানেই শেষ পাকিস্তান

আগের ম্যাচে সেঞ্চুরি করলেও এবার এক রানে ফিরলেন হাসান নাওয়াজ, ফাইল ফটো
হাসান নাওয়াজের সেঞ্চুরিতে আগের দিন ২০৫ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল পাকিস্তান। জ্যাকব ডাফি-জাকারি ফোকসদের তোপের সামনে এবার আর ২২১ রানের লক্ষ্য তাড়া করতে পারল না পাকিস্তান। ১৬.২ ওভারে মাত্র ১০৫ রানে অল আউট হলো সালমান আঘার দল। ১১৫ রানে ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল নিউজিল্যান্ড। সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল তারা।

promotional_ad

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ২২০ রান তোলে নিউজিল্যান্ড। দুই ওপেনার টিম সেইফার্ট এবং ফিন অ্যালেন দলকে আগ্রাসী সূচনা এনে দেন। পঞ্চম ওভারের প্রথম বলে এই জুটি ভাঙেন হারিস রউফ। তার শর্ট বলে পুল করতে গিয়ে ক্যাচ তুলে দেন সেইফার্ট। নিচু হয়ে ডাইভ দিয়ে দারুণভাবে ক্যাচটি লুফে নেন খুশদিল শাহ।


আরো পড়ুন

রাচিন-ডাফিকে পেছনে ফেলে আইসিসির মাসসেরা আইয়ার

১৮ ঘন্টা আগে
আইসিসি

২২ বলে তিনটি চার ও চারটি ছক্কায় ৪৪ রান করে সেইফার্ট ফিরে গেলে ৫৯ রানের ওপেনিং জুটি ভাঙে। তারপর ৪৯ রানের জুটি গড়েন অ্যালেন এবং মার্ক চ্যাপম্যান। হারিসের ফুলার লেংথের বলে ২৪ রানে চ্যাপম্যান বোল্ড হলে এই জুটি ভাঙে। ১১তম ওভারের প্রথম বলে ফিরে যান ২০ বলে ছয়টি চার ও তিনটি ছক্কায় ৫০ রান করা অ্যালেন। আব্বাস আফ্রিদির অফ স্টাম্প তাক করা বলে মিড অফে ক্যাচ দেন অ্যালেন।


দলীয় ১৪৯ রানের মধ্যে আরও দুটি উইকেট হারায় নিউজিল্যান্ড। পরপর দুই ওভারে আবরার আহমেদ ফেরান জেমস নিশাম এবং মিচেল হে'কে। দুজনই করেন তিন রান করে, দুজনই ক্যাচ দেন উইকেটরক্ষক মোহাম্মদ হারিসকে।


promotional_ad

মাঝে ড্যারিল মিচেলের ২৩ বলে ২৯ রানের ইনিংসটি কিউইদের রানের চাকা সচল রাখে। শেষদিকে মাইকেল ব্রেসওয়েলের ২৬ বলে অপরাজিত ৪৬ রানের ইনিংসে স্কোরবোর্ডে বিশাল সংগ্রহ পায় নিউজিল্যান্ড। পাকিস্তানের হয়ে ২৭ রান খরচায় তিন উইকেট নেন হারিস রউফ, দুটি উইকেট নেন আবরার। 


আরো পড়ুন

ইংরেজি বলতে না পারায় এক শতাংশও লজ্জিত নই: রিজওয়ান

১২ এপ্রিল ২৫
পিএসএলের মাইক হাতে মোহাম্মদ রিজওয়ান, পিসিবি

জবাবে পাকিস্তানের ইনিংস ছিল হতাশার চাদরে ঢাকা। স্কোরবোর্ডে ৪৩ রান তুলতেই সাত উইকেট হারায় দলটি। ইনিংসের দ্বিতীয় বলে উইলিয়াম ও'রুর্কির বলে বোল্ড হন দুই রান করা মোহাম্মদ হারিস। পরের ওভারে ডাফি তুলে নেন হাসান এবং সালমানকে। আগের দিনের সেঞ্চুরিয়ান হাসান এবং হাফ সেঞ্চুরিয়ান সালমান দুজনই ফিরে যান এক রান করে, দুজনই ক্যাচ দেন উইকেটরক্ষক মিচেল হে'কে।


এরপর চার বলে এক রান করা শাদাব খানকে বোল্ড করেন ফোকস। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে ৩০ বলে ইনিংস সর্বোচ্চ ৪৪ রান আসে আব্দুল সামাদের ব্যাটে। ১৬ বলে ২৪ রানের ইনিংস খেলেন ইরফান খান। এই দুজন ছাড়া দুই অঙ্কে পৌঁছাতে পারেননি কেউই। নিউজিল্যান্ডের হয়ে ২০ রান খরচায় চার উইকেট নেন ডাফি, ২৫ রান খরচায় তিন উইকেট নেন ফোকস।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball