দুই শতাধিক রান টপকাতে গিয়ে এবার ১০৫ রানেই শেষ পাকিস্তান

ছবি: আগের ম্যাচে সেঞ্চুরি করলেও এবার এক রানে ফিরলেন হাসান নাওয়াজ, ফাইল ফটো

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ২২০ রান তোলে নিউজিল্যান্ড। দুই ওপেনার টিম সেইফার্ট এবং ফিন অ্যালেন দলকে আগ্রাসী সূচনা এনে দেন। পঞ্চম ওভারের প্রথম বলে এই জুটি ভাঙেন হারিস রউফ। তার শর্ট বলে পুল করতে গিয়ে ক্যাচ তুলে দেন সেইফার্ট। নিচু হয়ে ডাইভ দিয়ে দারুণভাবে ক্যাচটি লুফে নেন খুশদিল শাহ।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা নিউজিল্যান্ডের
১৫ ঘন্টা আগে
২২ বলে তিনটি চার ও চারটি ছক্কায় ৪৪ রান করে সেইফার্ট ফিরে গেলে ৫৯ রানের ওপেনিং জুটি ভাঙে। তারপর ৪৯ রানের জুটি গড়েন অ্যালেন এবং মার্ক চ্যাপম্যান। হারিসের ফুলার লেংথের বলে ২৪ রানে চ্যাপম্যান বোল্ড হলে এই জুটি ভাঙে। ১১তম ওভারের প্রথম বলে ফিরে যান ২০ বলে ছয়টি চার ও তিনটি ছক্কায় ৫০ রান করা অ্যালেন। আব্বাস আফ্রিদির অফ স্টাম্প তাক করা বলে মিড অফে ক্যাচ দেন অ্যালেন।
দলীয় ১৪৯ রানের মধ্যে আরও দুটি উইকেট হারায় নিউজিল্যান্ড। পরপর দুই ওভারে আবরার আহমেদ ফেরান জেমস নিশাম এবং মিচেল হে'কে। দুজনই করেন তিন রান করে, দুজনই ক্যাচ দেন উইকেটরক্ষক মোহাম্মদ হারিসকে।

মাঝে ড্যারিল মিচেলের ২৩ বলে ২৯ রানের ইনিংসটি কিউইদের রানের চাকা সচল রাখে। শেষদিকে মাইকেল ব্রেসওয়েলের ২৬ বলে অপরাজিত ৪৬ রানের ইনিংসে স্কোরবোর্ডে বিশাল সংগ্রহ পায় নিউজিল্যান্ড। পাকিস্তানের হয়ে ২৭ রান খরচায় তিন উইকেট নেন হারিস রউফ, দুটি উইকেট নেন আবরার।
ওয়ানডে নয়, পাকিস্তানে শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ
২৩ মার্চ ২৫
জবাবে পাকিস্তানের ইনিংস ছিল হতাশার চাদরে ঢাকা। স্কোরবোর্ডে ৪৩ রান তুলতেই সাত উইকেট হারায় দলটি। ইনিংসের দ্বিতীয় বলে উইলিয়াম ও'রুর্কির বলে বোল্ড হন দুই রান করা মোহাম্মদ হারিস। পরের ওভারে ডাফি তুলে নেন হাসান এবং সালমানকে। আগের দিনের সেঞ্চুরিয়ান হাসান এবং হাফ সেঞ্চুরিয়ান সালমান দুজনই ফিরে যান এক রান করে, দুজনই ক্যাচ দেন উইকেটরক্ষক মিচেল হে'কে।
এরপর চার বলে এক রান করা শাদাব খানকে বোল্ড করেন ফোকস। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে ৩০ বলে ইনিংস সর্বোচ্চ ৪৪ রান আসে আব্দুল সামাদের ব্যাটে। ১৬ বলে ২৪ রানের ইনিংস খেলেন ইরফান খান। এই দুজন ছাড়া দুই অঙ্কে পৌঁছাতে পারেননি কেউই। নিউজিল্যান্ডের হয়ে ২০ রান খরচায় চার উইকেট নেন ডাফি, ২৫ রান খরচায় তিন উইকেট নেন ফোকস।