promotional_ad

টি-টোয়েন্টিতে ফেরা হচ্ছে না হেনরির, বাদ পড়লেন জেমিসন

ম্যাট হেনরি ও কাইল জেমিসন
সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে ডাইভ দিয়ে ক্যাচ নেয়ার সময় ডান কাঁধে আঘাত পেয়েছিলেন ম্যাট হেনরি। এই চোট তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলতে দেয়নি। এরপর পাকিস্তানের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আবারও মাঠে ফেরার কথা ছিল হেনরির।

promotional_ad

পাকিস্তানের বিপক্ষে প্রথম তিন টি-টোয়েন্টিতে রাখা না হলেও শেষ দুই ম্যাচের দলে ছিলেন হেনরি। তবে এবার নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) জানিয়েছে শেষ দুই টি-টোয়েন্টিতে খেলা হচ্ছে না হেনরির। তিনি নিজের পুনর্বাসন চালিয়ে যাবেন।


আরো পড়ুন

ফাইনালে হেনরিকে নিয়ে অনিশ্চয়তা

৭ মার্চ ২৫
কাঁধে চোট পাওয়ার পর ম্যাট হেনরি, আইসিসি

হেনরির বিকল্প হিসেবে জ্যাকারি ফক্সকে দলে নিয়েছে কিউইরা। শুরুতে তাকে শুধু প্রথম তিন ম্যাচের জন্য নেয়া হয়েছিল। তবে বল হাতে এতোটা ভালো করতে পারেননি ফক্স। প্রথম ম্যাচে ১১ রানে ১ উইকেট শিকার করেন তিনি ৩ ওভারের।


দ্বিতীয় ম্যাচে ৩২ রান খরচা করেও উইকেটশূন্য থাকেন এই পেসার। তৃতীয় ম্যাচে তাকে বাইরে রেখেই কিউইরা একাদশ সাজিয়েছিল। এদিকে নিউজিল্যান্ড দলে এসেছে আরেকটি বড় পরিবর্তন।



promotional_ad

দল থেকে বাদ দেয়া হয়েছে কাইল জেমিসনকে। সিরিজের প্রথম ম্যাচে ৮ রানে ৩ উইকেট শিকার করেন এই পেসার। সেই ম্যাচে নিউজিল্যান্ডের জয়ের পর ম্যাচ সেরাও হয়েছিলেন তিনি। কিন্তু তৃতীয় ম্যাচে ৫৪ রান খরচায় উইকেটশূন্য থাকেন এই পেসার।


আরো পড়ুন

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না ফার্গুসনের, বদলি জেমিসন

১৮ ফেব্রুয়ারি ২৫
লকি ফার্গুসনের (বামে) বদলি কাইল জেমিসন (ডানে), ফাইল ফটো

জেমিসনের বদলি হিসেবে ডাকা হয়েছে উইলিয়াম ও'রুকিকে। তাকে শুরুতে শুধু প্রথম তিন ম্যাচের জন্যই বিবেচনা করা হয়েছিল। টানা দুই ম্যাচ জিতে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল কিউইরা। তবে তৃতীয় ম্যাচে ৯ উইকেটের জয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে পাকিস্তান।


নিউজিল্যান্ড স্কোয়াড-



মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), ফিন অ্যালেন, মিচেল হে (উইকেটরক্ষক), টিম রবিনসন, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), মার্ক চ্যাপম্যান, জ্যাকারি ফক্স, ডেরিল মিচেল, জেমস নিশাম, জ্যাকব ডাফি, উইল ও'রুকি, বেন সিয়ার্স ও ইশ সোধি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball