হাসানের অবিশ্বাস্য সেঞ্চুরিতে ২০০ তাড়া করে জিতল পাকিস্তান

ছবি: ৪৪ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন হাসান নাওয়াজ, ফাইল ফটো

লক্ষ্য তাড়া করতে নেমে ৪৪ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন হাসান। পাকিস্তানের হয়ে এই ফরম্যাটে এর চেয়ে কম বলে সেঞ্চুরি করতে পারেননি কোনো ব্যাটার। এর আগে ২০২১ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে ৪৯ বলে সেঞ্চুরি পেয়েছিলেন বাবর আজম, সেটাই ছিল সবচেয়ে কম বলে করা কোনো পাকিস্তানি ব্যাটারের সেঞ্চুরি।
‘নতুন’ পাকিস্তানকে ১০-১৫ ম্যাচ সুযোগ দিতে বলছেন হারিস
২০ মার্চ ২৫
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতেই ৭৪ রান তোলে পাকিস্তান। হাসানের পাশাপাশি এ দিন শুরু থেকে জ্বলে ওঠেন আরেক ওপেনার মোহাম্মদ হারিস। ২০ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ৪১ রান করে জ্যাকব ডাফির বলে খোঁচা মেরে উইকেটরক্ষক মিচেল হে'কে ক্যাচ দেন হারিস।
এরপর আর উইকেটই পড়েনি পাকিস্তানের। চার-ছক্কায় ম্যাচ মাতিয়ে রাখেন হাসান ও সালমান। ৪৫ বলে দশটি চার ও সাতটি ছক্কায় ১০৫ রানে অপরাজিত থাকেন ২৬ বলে হাফ সেঞ্চুরি তুলে নেয়া হাসান। সালমান ছয়টি চার ও দুটি ছক্কায় ৫১ রানে অপরাজিত থাকেন। মাত্র ১৬ ওভারে দুই শতাধিক রানের লক্ষ্য পেরিয়ে যায় কিউইরা।

এর আগে মার্ক চ্যাপম্যানের ৪৪ বলে ১১টি চার ও চারটি ছক্কায় খেলা ৯৪ রানের ইনিংসে ১৯.৫ ওভারে ২০৪ রান তোলে নিউজিল্যান্ড। অন্যান্য ব্যাটাররা আসা যাওয়ার মধ্যে থাকলেও একপ্রান্ত আগলে রেখে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন চ্যাপম্যান। শাহীন শাহ আফ্রিদির স্লোয়ারে শর্ট থার্ডম্যান অঞ্চলে ধরা পড়ার আগে দলকে ভালো অবস্থানে রেখে যান তিনি।
পাকিস্তানের দল নির্বাচন নিয়ে আফ্রিদির প্রশ্ন
২০ মার্চ ২৫
পাঁচ উইকেটে ১৪১ রান থেকে দুইশ পার করানোর কৃতিত্ব অবশ্য মাইকেল ব্রেসওয়েলের। হারিস রউফের মিডল স্টাম্প তাক করা ডেলিভারিতে বোল্ড হওয়ার আগে ১৮ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ৩১ রান করেন কিউইদের ভারপ্রাপ্ত অধিনায়ক।
এ ছাড়া কিউইদের আগের ম্যাচের জয়ের নায়ক টিম সাইফার্টের ৯ বলে ১৯, ড্যারিল মিচেলের ১১ বলে ১৭ এবং ইশ সোধির দশ বলে দশ রানের ইনিংসে ম্যাচে ছোটো ছোটো কয়েকটি জুটি পায় কিউইরা। পাকিস্তানের হয়ে ২৯ রান খরচায় তিনটি উইকেট নেন রউফ। আফ্রিদি, আবরার আহমেদ এবং আব্বাস আফ্রিদি দুটি করে উইকেট নেন। একটি উইকেট যায় শাদাব খানের ঝুলিতে।