promotional_ad

সান্টনার-রাচিনরা খেলবেন আইপিএলে, কিউইদের অধিনায়ক ব্রেসওয়েল

উইকেট উদযাপনে মাইকেল ব্রেসওয়েল (বামে) ও রাচিন রবীন্দ্র (ডানে), ফাইল ফটো
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। নিউজিল্যান্ডের নিয়মিত ক্রিকেটারদের অনেকেই আসন্ন এই সিরিজের সময় আইপিএলে ব্যস্ত থাকবেন, যার কারণে তাদের ছাড়াই ঘোষণা করা হয়েছে স্কোয়াডটি। নেতৃত্বের দায়িত্বে থাকবেন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল।

promotional_ad

নিয়মিত অধিনায়ক মিচেল সান্টনার এই সময়ে খেলবেন আইপিএলে। সঙ্গে ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্রও খেলবেন মিলিয়ন ডলারের এই ফ্র্যাঞ্চাইজি লিগে। অনুমিতভাবেই এই ক্রিকেটাররা থাকছেন না নিউজিল্যান্ড সিরিজে।


আরো পড়ুন

বাংলাদেশকে বিদায় করে ভারতকে নিয়ে সেমিফাইনালে নিউজিল্যান্ড

২৪ ফেব্রুয়ারি ২৫
সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের জয়ের নায়ক রাচিন, আইসিসি

বোর্ডের অবশ্য এতে দ্বিমত নেই। কনওয়ে ছাড়া সবাই বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকলেও বোর্ড তাদের আইপিএল খেলার সবুজ সংকেত দিয়েছে। আইপিএলে দল পাওয়া ক্রিকেটারদের ছাড়াও এই সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন দলটির সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন।


২০১৫ থেকে টানা ১০ মৌসুম আইপিএল খেলা এই ব্যাটার অবশ্য এবার দল পাননি। তিনি খেলবেন পাকিস্তান সুপার লিগে। সেই আসরটি শুরু হবে আগামী ১১ এপ্রিল। ততদিনে যদিও শেষ হয়ে যাবে নিউজিল্যান্ড-পাকিস্তান সিরিজ। তারপরও থাকছেন না উইলিয়ামসন।



promotional_ad

নিয়মিত ক্রিকেটাররা দলে নেই দেখে বোর্ডের চুক্তিতে না থাকা ফিন অ্যালেন, জিমি নিশাম ও টিম সাইফার্টকে এই সিরিজে দলে ফেরানো হয়েছে। চুক্তিতে না থাকলেও আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভাবনায় আছেন তারা।


আরো পড়ুন

অশ্বিনের চোখে বরুণই ছিলেন টুর্নামেন্ট সেরা

১৬ ঘন্টা আগে
বরুণ চক্রবর্তী, আইসিসি

এ ছাড়া সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে খেলা টপ অর্ডার ব্যাটার টিম রবিনসন, পেসার জ্যাকারি ফোকস ও উইকেটরক্ষক ব্যাটার মিচেল হে দলে রয়ে গেছেন। চোটের কারণে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলতে না পারা পেসার ম্যাট হেনরিকে রাখা হয়েছে শুধু শেষ দুই ম্যাচের দলে।


নিউজিল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড: মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, জ্যাকারি ফোকস (শেষ দুই ম্যাচ), মিচেল হে, ম্যাট হেনরি (শেষ দুই ম্যাচ), কাইল জেমিসন (প্রথম তিন ম্যাচ), ড্যারিল মিচেল, জেমস নিশাম, উইল ও’রুর্কি (প্রথম তিন ম্যাচ), টিম রবিনসন, বেন সিয়ার্স, টিম সাইফার্ট এবং ইশ সোধি।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball