promotional_ad

ওয়ানডে থেকে অবসরে স্টিভ স্মিথ

ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে স্টিভ স্মিথ, ফাইল ফটো
ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেন স্টিভ স্মিথ। ওয়ানডে থেকে অবসর নিলেও টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেটে নিয়মিতই দেখা যাবে অস্ট্রেলিয়ার এই ক্রিকেটারকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে হারের পরদিনই অবসরের ঘোষণা দিলেন ৩৫ বছর বয়সী স্মিথ।

promotional_ad

অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স ইনজুরিতে থাকার কারণেই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কত্বের মশাল হাতে নিয়ে এসেছিলেন স্মিথ। সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৯৬ বলে ৭৩ রানের ইনিংসও খেলেছিলেন তিনি। কিন্তু দল জেতানোর জন্য যথেষ্ট ছিল না তার এই ইনিংস।


আরো পড়ুন

স্মিথ ও ফিলিপসকে পেছনে ফেলে ফেব্রুয়ারির মাসসেরা গিল

১২ মার্চ ২৫
ফাইল ছবি

ওয়ানডে ছাড়ার ঘোষণা দিয়ে স্মিথ বলেন, 'এটা একটা অসাধারণ যাত্রা ছিল এবং আমি এর প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। অনেক অসাধারণ সময় এবং অসাধারণ স্মৃতি ছিল। দুটি বিশ্বকাপ জেতা এবং সেই সাথে অনেক দুর্দান্ত সতীর্থও এই যাত্রা ভাগ করে নিয়েছিলেন। এখন ২০২৭ বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করার জন্য দারুণ একটি সুযোগ এসেছে।'


promotional_ad

'তাই মনে হচ্ছে এটিই সরে দাঁড়ানোর সেরা সময়। টেস্ট ক্রিকেট এখনও একটি অগ্রাধিকার এবং আমি সত্যিই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, শীতকালে ওয়েস্ট ইন্ডিজ এবং তারপর ঘরের মাঠে ইংল্যান্ডের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমার মনে হয় এই পর্যায়ে আমার এখনও অনেক অবদান রাখার আছে (সাদা পোশাকে)।'


আরো পড়ুন

২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি

৮ এপ্রিল ২৫
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা উইল পুকোভস্কি, ফাইল ফটো

অস্ট্রেলিয়ার হয়ে ২০১৫ এবং ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন স্মিথ। দলটির হয়ে ১৭০ ওয়ানডেতে পাঁচ হাজার ৮০০ রান করেছেন কিংবদন্তি এই ক্রিকেটার। গড় ৪৩.২৮। স্ট্রাইক রেট ৮৬.৯৬। ৩৫টি হাফ সেঞ্চুরির পাশাপাশি ১২টি সেঞ্চুরিও আছে তার নামের পাশে।


২০১০ সালের ফেব্রুয়ারিতে মেলবোর্নে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় স্মিথের। সময়ের পরিক্রমায় বিশ্বের অন্যতম সেরা ব্যাটারে পরিণত হন 'লেগ স্পিনার' হিসেবে ক্যারিয়ার শুরু করা এই ক্রিকেটার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball