চোট নিয়ে বোলিং পরীক্ষা দিয়ে সবুজ সংকেতের আশায় কুনেমান

ছবি: শ্রীলঙ্কা সিরিজে ১৬টি উইকেট নেন ম্যাথু কুনেমান, ফাইল ফটো

বোলিং অ্যাকশনের পরীক্ষা দেয়ার আগে অবশ্য অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট শেফিল্ড শিল্ডের চলতি মৌসুমে একটি ম্যাচে খেলার কথা ছিল কুনেমানের। তবে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিতে তাসমানিয়ার হয়ে খেলতে পারেননি তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে বাধা নেই কুনেমানের
২৭ ফেব্রুয়ারি ২৫
মূলত আঙুলের চোটের কারণে এই ম্যাচটিতে খেলতে পারেননি কুনেমান। তার বোলিং অ্যাকশনের পরীক্ষা অবশ্য তাতে পেছায়নি। উল্টো বুড়ো আঙুলের পুরোনো চোট নিয়েই পরীক্ষা দেন অস্ট্রেলিয়ান এই স্পিনার।

ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, 'ম্যাথু ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারে পরীক্ষা সম্পন্ন করেছেন। আইসিসি যথাসময়ে সিদ্ধান্ত নেবে। ক্রিকেট অস্ট্রেলিয়া বা ম্যাথু কেউই এই মুহূর্তে কোনও প্রকাশ্যে মন্তব্য করবেন না।'
পরিসংখ্যান গুরুত্বপূর্ণ নয়, এগুলো বিশ্লেষণ করা আপনাদের কাজ: কোহলি
৫ মার্চ ২৫
গলে লঙ্কানদের বিপক্ষে দুই টেস্টের সিরিজে ১৭.১৮ গড়ে মোট ১৬ উইকেট শিকার করেছিলেন এই বাঁহাতি স্পিনার। এমন পারফরম্যান্সের পর তাকে নিয়ে আলোচনা হচ্ছিল বেশ। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট শেষেই তার বিরুদ্ধে নিষিদ্ধ বোলিং অ্যাকশের অভিযোগ আনেন আম্পায়াররা।
দীর্ঘ দুই বছরের বিরতি দিয়ে লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজের দলে জায়গা পেয়েছিলেন কুনেমান। যদিও তার অভিষেক ২০১৭ সালে। ৮ বছরের ক্যারিয়ারে এবারই প্রথম তার বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করলেন আম্পায়াররা।