দূর হলো শঙ্কা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন ডাকেট

ছবি: চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন বেন ডাকেট, ফাইল ফটো

আহমেদাবাদে ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলার সময় চোট পান দলটির ওপেনার ডাকেট। ম্যাচটিতে প্রথম ইনিংসের সময় ফিল্ডিং করতে গিয়ে চোট পান ডাকেট। বাম দিকের কুঁচকিতে চোট লাগে তার।
ইংলিসের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রেকর্ডগড়া জয়
২২ ফেব্রুয়ারি ২৫
এতেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার খেলা না খেলা নিয়ে শঙ্কার সৃষ্টি হয়। গতকাল রাতেই আসে সুখবর। টুর্নামেন্টের জন্য ডাকেটকে ফিট ঘোষণা করে ইসিবির মেডিক্যাল বিভাগ।

প্রেস বিজ্ঞপ্তিতে ইসিবি বলে, ‘বাম দিকের কুঁচকির চোট পরীক্ষা করে নিশ্চিত করা হয়েছে যে, ইংল্যান্ডের ব্যাটার বেন ডাকেট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ফিট এবং খেলতে প্রস্তুত।’
‘স্টোকসকে অধিনায়ক হিসেবে বিবেচনা না করা হবে বোকামি’
৭ মার্চ ২৫
ভারতের মাটিতে গোটা ইংল্যান্ড ব্যর্থ হয়ে ৩-০ ব্যবধানে সিরিজ হোয়াইটওয়াশ হয়। তবুও নিজের ব্যাটিংয়ের মাধ্যমে ভারতীয় বোলারদের চিন্তা বাড়িয়েছিলেন ডাকেট। প্রত্যেকটি ম্যাচেই দারুণ শুরু করেছিলেন এই ওপেনার।
আর তাই দলের সঙ্গে ডাকেটের সংযুক্তি ইংল্যান্ডের জন্য দারুণ কিছুই বটে। আগামী ১৮ ফেব্রুয়ারি পাকিস্তানে পৌঁছাবে ইংল্যান্ড দল। ২২ ফেব্রুয়ারি শনিবার লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ তাদের।