ভারতের স্কোয়াডে কেন ৫ স্পিনার, বুঝতে পারছেন না অশ্বিন

ছবি: অনুশীলনে রবিচন্দ্রন অশ্বিন (বামে) ও রবীন্দ্র জাদেজা (ডানে), ফাইল ছবি

ভারতের প্রাথমিক স্কোয়াডে আগে থেকেই ছিলেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদব। শেষ বেলায় এসে বরুণ চক্রবর্তীকেও স্কোয়াডে যুক্ত করে ভারত। প্রাথমিক স্কোয়াড থেকে দুটি পরিবর্তন আনে ভারত, যার একটি বরুণ। চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না জসপ্রিত বুমরাহর। তারকা পেসারের বদলি হিসেবে নেয়া হয়েছে হার্শিত রানাকে।
আমরা ক্রিকেটার—অভিনেতা বা সুপারস্টার নই, তারকা সংস্কৃতি নিয়ে অশ্বিন
১৫ ফেব্রুয়ারি ২৫
১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের জন্য রোহিত শর্মা ও শুভমান গিলের ব্যাকআপ ওপেনার হিসেবে রাখা হয়েছিল যশস্বী জয়সাওয়ালকে। কিন্তু শেষ মুহূর্তে এসে তাকে সরিয়ে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজসেরা হওয়া বরুণকে জায়গা দেয় ভারত। ফলে আগের চারজনের সঙ্গে বরুণ যুক্ত হওয়ায় ভারতের স্কোয়াডে স্পিনারের সংখ্যা পাঁচে গিয়ে থেমেছে। অথচ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে বাদ দিলে স্কোয়াডে বিশেষজ্ঞ পেসার মাত্র তিনজন।
মোহাম্মদ শামির সঙ্গে আছেন আর্শদীপ সিং ও হার্শিত। ভারত দেশের বাইরে তিন-চার স্পিনার নিয়ে খেলার রীতি তৈরি করলেও পাঁচজনকে বেশি মনে হচ্ছে অশ্বিনের। কুলদীপ, অক্ষর, জাদেজার একাদশে নিশ্চিত হওয়ায় বরুণের খুব বেশি সুযোগ দেখছেন না তিনি। অশ্বিন বলেন, ‘আমি বুঝতে পারছি না আমরা কেন এত স্পিনার নিয়ে দুবাইয়ে যাচ্ছি । ৫ স্পিনার, আবার জয়সায়ালকেও বাদ দিয়েছি। হ্যাঁ আমরা দেশের বাইরে তিন-চারজন স্পিনার নিয়ে যাই। কিন্তু তাই বলে দুবাইয়ে ৫ স্পিনার? আমি জানি না, কেন।’

‘দুজন বাঁহাতি স্পিনার আছে, যারা কি না হার্দিক পান্ডিয়ার মতো দলের সেরা অলরাউন্ডার। অক্ষর ও জাদেজা দুজনই একাদশে থাকবে। হার্দিক ও কুলদীপও খেলবে। বরুণকে নিতে হলে একজন পেসারকে বাদ দিতে হবে। আবার তৃতীয় পেসার খেলাতে হলে বাদ দিতে হবে একজন স্পিনারকে।’
‘পাকিস্তানের ভয়ে শারজাহ থেকে পালিয়েছিলেন গাভাস্কার’
১ ঘন্টা আগে
স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে একাদশে অক্ষর ও জাদেজার জায়গায় নিশ্চিত। বোলিংয়ের পাশাপাশি দারুণ ব্যাটিং করতে পারায় তাদের খেলা নিয়ে খুব বেশি সংশয় নেই। আইসিসির টুর্নামেন্টে কুলদীপ যাদবের পারফরম্যান্সই তাকে এগিয়ে রাখবে। অশ্বিন মনে করেন, বরুণ ও কুলদীপকে একসঙ্গে খেলালে খারাপ হবে না। তবে দুবাইয়ে স্পিনাররা এত টার্ন পাবে বলে মনে করেন না অশ্বিন। কদিন আগে হওয়ায় ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির উদাহরণও টেনেছেন তিনি।
অশ্বিন বলেন, ‘কুলদীপ একাদশে থাকবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাহলে বরুণকে কীভাবে জায়গা দেবে। হয় কুলদীপ-বরুণকে একসঙ্গে খেলাতে হবে, সেটা ভালোই হবে বলে আমি মনে করি। কিন্তু আমার প্রশ্ন হলো, দুবাইয়ে কি বল এতটা টার্নের আশা করছেন আপনি? সম্প্রতি আইএলটি-২০’তে আমরা দেখেছি বল অতোটা টার্ন করেনি এবং দলগুলো খুব সহজেই ১৮০ রান তাড়া করেছিল। আমি এই দল নিয়ে কিছুটা অস্বস্তি বোধ করছি।’