বেথেলের চোটে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যান্টন

ছবি: ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পারফরম্যান্সে চ্যাম্পিয়ন্স ট্রফিতে টম ব্যান্টন

গত বছরের সেপ্টেম্বরে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয় বেথেলের। সবশেষ কয়েক মাসে তিন সংস্করণ মিলে ২২ ম্যাচ খেলেছেন তিনি। ব্যাটে-বলে পারফর্ম করে সবার নজর কেড়েছেন তরুণ এই অলরাউন্ডার। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ে ৫১ রানের ইনিংস খেলেছেন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেথেলকে দেখছেন না বাটলার
১০ ফেব্রুয়ারি ২৫
নাগপুরে ৩ ওভারে ১৮ রান দিয়ে একটি উইকেটও নিয়েছেন বেথেল। চোট পাওয়ায় দ্বিতীয় ওয়ানডের একাদশে ছিলেন না তিনি। এমনকি পুরো সিরিজ থেকেই ছিটকে যান তিনি। পর্যবেক্ষণে রাখা হলেও সময় মতো সেরে উঠতে পারবেন না এমন ভাবনায় স্কোয়াড থেকে সরিয়ে নেয়া হয়েছে বেথেলের নাম।

বেথেলের বদলি হিসেবে ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডের দলে সুযোগ পান ব্যান্টন। ২৬ বছর বয়সী ব্যাটার বেথেলের বদলি হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও যাচ্ছেন। সম্প্রতি ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে এমআই এমিরেটসের হয়ে খেলেছেন ব্যান্টন। ১১ ইনিংসে ৫৪.৭৭ গড় এবং ১৫১.৬৯ স্ট্রাইক রেটে ৪৯৩ রান করেছেন তিনি।
‘স্টোকসকে অধিনায়ক হিসেবে বিবেচনা না করা হবে বোকামি’
৭ মার্চ ২৫
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দারুণ ছন্দে থাকা ব্যাটারের সুযোগ ইংল্যান্ড দলে নিজের জায়গা পোক্ত করা। ২০২২ সালের পর ইংল্যান্ড জাতীয় দলে ডাক পান ব্যান্টন। যদিও ইংলিশদের হয়ে সবশেষ ওয়ানডে খেলেছেন ২০২০ সালের আগষ্টে। জাতীয় দলের জার্সিতে ৬ ওয়ানডে এবং ১৪ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। দুই সংস্করণ মিলে তিনটি হাফ সেঞ্চুরি করেছেন ব্যান্টন।
ইংল্যান্ড স্কোয়াড- জস বাটলার (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, টম ব্যান্টন, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মাহমুদ, ফিল সল্ট ও মার্ক উড।