চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেথেলকে দেখছেন না বাটলার

আন্তর্জাতিক
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেথেলকে দেখছেন না বাটলার
ইংল্যান্ডের হয়ে স্বল্প সময়ে আলোড়ন ছড়িয়েছেন জ্যাকব বেথেল, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর ১০ দিন আগে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন জ্যাকব বেথেল। ভারত সিরিজে দ্বিতীয় ওয়ানডেতে খেলেননি তিনি। শেষ ম্যাচেও খেলা হচ্ছে না তরুণ এই অলরাউন্ডারের। আপাতত তাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেখছেন না জস বাটলার। ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে শেষে বেথেলের না থাকা নিয়ে আফসোস করেছেন তিনি।

গত বছরের সেপ্টেম্বরে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয় বেথেলের। সবশেষ কয়েক মাসে তিন সংস্করণ মিলে ২২ ম্যাচ খেলেছেন তিনি। ব্যাটে-বলে পারফর্ম করে সবার নজর কেড়েছেন তরুণ এই অলরাউন্ডার। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ে ৫১ রানের ইনিংস খেলেছেন। 

নাগপুরে তিন ওভারে ১৮ রান দিয়ে একটি উইকেটও নিয়েছেন বেথেল। চোট পাওয়ায় দ্বিতীয় ওয়ানডের একাদশে রাখা হয়নি তাকে। স্ক্যান করার পর আগামী কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে তাকে। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে দলগুলো। যদিও কেউই চোটে পড়লে টেকনিক্যাল কমিটির অনুমতি নিয়ে পরেও পরিবর্তন আনা যাবে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার খেলার সম্ভাবনা কম উল্লেখ করে বাটলার বলেন, 'আমি নিশ্চিত যে সে (বেথেল) চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছে, সত্যি বলতে। এটা তার জন্য সত্যিই হতাশাজনক। সে ওইদিন দুর্দান্ত খেলেছে এবং সত্যিই সে রোমাঞ্চকর খেলোয়াড়দের মধ্যে একজন। তাই এটা লজ্জাজনক যে একটি আঘাত তাকে ছিটকে ফেলবে।'

বেথেলের বদলি হিসেবে ভারত সিরিজের শেষ ওয়ানডের দলে ডাকা হয়েছে টম ব্যান্টনকে। সোমবার দলের সঙ্গে যোগ দেবেন তিনি। সম্প্রতি ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে এমআই এমিরেটসের হয়ে খেলেছেন ব্যান্টন। ১১ ইনিংসে ৫৪.৭৭ গড় এবং ১৫১.৬৯ স্ট্রাইক রেটে ৪৯৩ রান করেছেন তিনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দারুণ ছন্দে থাকা ব্যাটারের সুযোগ এসেছে ইংল্যান্ড একাদশে জায়গা করে নেয়া।

২০২২ সালের পর ইংল্যান্ড জাতীয় দলে ডাক পেলেন ব্যান্টন। যদিও ইংলিশদের হয়ে সবশেষ ওয়ানডে খেলেছেন ২০২০ সালের আগষ্টে। জাতীয় দলের জার্সিতে ৬ ওয়ানডে এবং ১৪ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। দুই সংস্করণ মিলে তিনটি হাফ সেঞ্চুরি করেছেন ব্যান্টন।

আরো পড়ুন: জ্যাকব বেথেল