চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে ওয়ানডে থেকে স্টইনিসের অবসর

ছবি: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে ওয়ানডে থেকে মার্কাস স্টইনিসের অবসর, ফাইল ফটো

সাউথ আফ্রিকার টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএ টোয়েন্টিতে ডারবান জায়ান্টসের হয়ে সাম্প্রতিক সময়ে খেলেছেন স্টইনিস। পয়েন্ট তালিকায় তলানিতে থেকে ছিটকে পড়েছে তার দল। সেখানে তার হ্যামস্ট্রিংয়ে হালকা টান লেগেছে বলেও জানা গেছে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না কামিন্স-হ্যাজেলউডেরও
৬ ফেব্রুয়ারি ২৫
অবসর নিয়ে স্টইনিস বলেন, 'অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ক্রিকেট খেলতে পারা ছিল অবিশ্বাস্য এক ভ্রমণ এবং এই জার্সিতে প্রতিটি মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ। দেশকে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করতে পারা আমার হৃদয়ে রয়ে যবে সবসময়ই। সিদ্ধান্তটি নেওয়া সহজ ছিল না। তবে আমার মনে হয়েছে, ওয়ানডে থেকে সরে দাঁড়িয়ে পরের অধ্যায়ে পুরোপুরি মনোযোগ দেওয়ার উপযুক্ত সময় এখনই।'

'রনের (অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড) সঙ্গে আমার সম্পর্ক দারুণ এবং তার সমর্থনকে সবসময় দারুণভাবে মূল্যায়ন করি আমি। পাকিস্তানের ছেলেদের সাফল্যের জন্য আমি গলা ফাটাব।'
পরিসংখ্যান গুরুত্বপূর্ণ নয়, এগুলো বিশ্লেষণ করা আপনাদের কাজ: কোহলি
৫ মার্চ ২৫
২০২৩ সালের বিশ্বকাপজয়ী অজি দলের সদস্য স্টইনিস অবসর নেয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত স্কোয়াডে আরও একটি রদবদল করতে হবে অস্ট্রেলিয়াকে। অস্ট্রেলিয়ার হয়ে মোট ৭১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামেন তিনি।
৬৪টি ইনিংসে ব্যাটিং করে ২৬.৬৯ গড়ে এক হাজার ৪৯৫ রান করেছেন স্টইনিস। সেঞ্চুরি করেছেন একটি ও হাফ-সেঞ্চুরি করেছেন ছয়টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ১৪৬ রানের। বল হাতে ৪৮টি উইকেটও নিয়েছেন স্টইনিস। সেরা বোলিং পারফরম্যান্স ১৬ রান খরচায় ৩ উইকেট। দেশের হয়ে টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন স্টইনিস।