১ ঘণ্টার মধ্যে শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট
ছবি: চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট
ভারতের আপত্তির কারণে অনেকদিন ধরে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে শঙ্কা ছিল। তবে আইসিসির হস্তক্ষেপে সমঝোতায় পৌঁছে ভারত ও পাকিস্তান হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে রাজি হয়েছে। ভারত তাদের ম্যাচগুলো খেলবে দুবাইতে।
এক সিরিজেই ৯৯ থেকে দুইয়ে অভিষেক
১২ মিনিট আগেভারত ও পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটিও হবে দুবাইতে। আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে এই দুই দলের মহারণ। এই হাইভোল্টেজ লড়াইয়ের টিকিট বিক্রি শুরুর মাত্র এক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শুধু এই হাইভোল্টেজ ম্যাচই নয়। বাংলাদেশসহ ভারতের যে চারটি ম্যাচ হবে দুবাইতে সবগুলো ম্যাচের টিকিটই শেষ হয়েছে কয়েক ঘণ্টার মধ্যে। আইসিসির যেকোনো টুর্নামেন্টেই ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের ওপরই দর্শকদের বেশি মনোযোগ থাকে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাংলাদেশের স্পিন বোলিং পরামর্শক মুশতাক
২৩ ঘন্টা আগেআগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। এই টুর্নামেন্টকে সামনে রেখে ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। চাহিদার তীব্রতার কারণে অনেক দর্শক বঞ্চিত হয়েছেন টিকিট থেকে।
ভারতীয় সংবাদ সংস্থা আইএনএসকে এক সমর্থক বলেন, ‘লাইন যে লম্বা হবে, তা বুঝতে পারছিলাম। কিন্তু টিকিট শেষ হয়ে যাবে এত দ্রুত, তা কল্পনাও করিনি! লাইনে দাঁড়িয়ে যখন নিজের জায়গা নিশ্চিত করলাম, তখন দেখি মাত্র দুটি ক্যাটাগরির টিকিট বাকি, যা আমার বাজেটের বাইরে।’