promotional_ad

আন্তর্জাতিক ক্রিকেট থেকে করুনারত্নের বিদায়

প্যাভিলিয়নের পথে দিমুথ করুনারত্নে, ফাইল ফটো
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন দিমুথ করুনারত্নে। ৩৬ বছর বয়সী শ্রীলঙ্কার সাবেক এই অধিনায়ক গলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলেই ক্রিকেটকে বিদায় জানাবেন। ইতোমধ্যেই নিজের সিদ্ধান্তের কথা শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি) জানিয়েছেন এই ওপেনার।

promotional_ad

২০১১ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার হয়ে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় দিমুথ করুনারত্নের। এরপর ২০১২ সালে প্রথমবার শ্রীলঙ্কার হয়ে টেস্ট খেলতে নামেন তিনি।


আরো পড়ুন

শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের দলে রমেশ মেন্ডিস

২৯ মিনিট আগে
টেস্ট পোশাকে রমেশ মেন্ডিস, এসএলসি

গলের সেই টেস্টে শ্রীলঙ্কার প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। ২০১৫ সাল থেকে টেস্টে ধারাবাহিকভাবে ওপেন করতে শুরু করেন করুনারত্নে। তখন থেকে এখন পর্যন্ত এক দশক সময়ে আর কোনও ওপেনার টেস্টে করুনারত্নের থেকে বেশি রান করতে পারেননি।



promotional_ad

গত এক দশকে টেস্ট ওপেনারদের মধ্যে যৌথভাবে সব থেকে বেশি ১৫টি সেঞ্চুরি করেছেন তিনি। ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত টেস্ট ওপেনারদের মধ্যে সব থেকে বেশি ৩৪টি হাফসেঞ্চুরিও করেছেন এই ওপেনার।


গল টেস্টের আগে এখন পর্যন্ত ৯৯টি টেস্টের ১৮৯টি ইনিংসে ব্যাটিং করে করুনারত্নে ৩৯.৪০ গড়ে করেন সাত হাজার ১৭২ রান। টেস্টে সাকুল্যে ১৬টি সেঞ্চুরি এবং ৩৯টি হাফ-সেঞ্চুরি করেছেন সাবেক এই অধিনায়ক। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ২৪৪ রানের।



২০১৯ সালে শ্রীলঙ্কার নেতৃত্ব গ্রহণ করেন করুনারত্নে। ২০২৪ সালের জানুয়ারিতে নেতৃত্ব ছাড়েন তিনি। শ্রীলঙ্কাকে ৩০ টেস্ট নেতৃত্ব দিয়ে ১২টিতে জিতিয়েছেন তিনি। এর মধ্যে সাউথ আফ্রিকায় এশিয়ার প্রথম দল হিসেবে শ্রীলঙ্কাকে সিরিজ জিতিয়েছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball