চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে পাকিস্তানের নাম লেখা নিয়ে ভারতের আপত্তি!

চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ও ভারতের জার্সি, বিসিসিআই
চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে খেলতে যাওয়া নিয়ে নানা জল ঘোলা হয়েছে। অবশেষে হাইব্রিড মডেলেই মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি ও আয়োজক পাকিস্তান। এর ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত নিজেদের সব ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতে।

promotional_ad

এবার নতুন ঝামেলা নিয়ে হাজির হয়েছে ভারত। ভারতীয় গণমাধ্যমের দাবি ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের নাম সম্বলিত জার্সি পরে খেলতে অস্বীকৃতি জানিয়েছে। সাধারণত বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে টুর্নামেন্টের লগোর নিচে স্বাগতিক দেশ ও সাল থাকে।


আরো পড়ুন

‘ওরা হয়ত মানিয়ে নিতে পারেনি’ হেসনের সমালোচনার জবাবে ইমন

১ ঘন্টা আগে
অপরাজিত ৫৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন পারভেজ হোসেন ইমন, ক্রিকফ্রেঞ্জি

টুর্নামেন্টটি অন্য দেশে সরে গেলেও স্বাগতিক দেশের নাম লিখেই খেলতে হয় অংশগ্রহণ করা দেশগুলোকে। উদাহরণস্বরূপ ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে সরে গিয়েছিল সংযুক্ত আরব আমিরাতে।


promotional_ad

যদিও দলগুলো স্বাগতিক দেশ হিসেবে ভারতের নাম লেখা জার্সি পরেই খেলেছিল। এবারও সেই হিসেবে ভারতকে পাকিস্তানের নাম লেখা জার্সি নিয়েই খেলার কথা। তবে ভারত এটা নিয়ে তালবাহানা শুরু করেছে।


আরো পড়ুন

ভারতকে না করে ইংল্যান্ডকে ৩ ফাইনাল আয়োজনের স্বত্ব দিল আইসিসি

৫ ঘন্টা আগে
আইসিসি

ভারতের এমন আচরণ নিয়ে ক্ষুব্ধ হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, ভারত ক্রিকেটে রাজনীতি নিয়ে এসেছে। তারা আশাবাদী আইসিসি এমন পরিস্থিতি সামাল দেবে।


এ প্রসঙ্গে সেই কর্মকর্তা বলেছেন, ‘বিসিসিআই ক্রিকেটে রাজনীতি নিয়ে এসেছে। খেলাটির জন্য এটি ভালো কিছু নয়। ওরা পাকিস্তান সফর করতে অস্বীকৃতি জানাল। উদ্বোধনী অনুষ্ঠানে অধিনায়ককেও তারা পাঠাতে চায় না। আর এখন আয়োজক দেশের নাম জার্সিতে ছাপাতে চাচ্ছে না। আমাদের বিশ্বাস, আইসিসি এটা হতে দেবে না ও পাকিস্তানের পাশে থাকবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball