ইব্রাহিম ফিরলেও আফগানিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই মুজিব
ছবি: চোট কাটিয়ে ক্রিকেটে ফিরলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ হলো মুজিব উর রহমানের
খুলনা টাইগার্সের হয়ে বিপিএল খেলা ইব্রাহিম বর্তমানে খেলছেন ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে। চোট থেকে পুরোপুরি সেরে ওঠায় জাতীয় দলেও ফিরেছেন তিনি। ২৩ বছর বয়সী ওপেনারকে ফিরিয়ে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ইব্রাহিমের ফেরার দিনে বাদ পড়েছেন মুজিব উর রহমান।
ব্রাভোর চেয়ে ১২১ ম্যাচ কম খেলেও চূড়ায় রশিদ
৩ ঘন্টা আগেজিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজের আফগানিস্তান দলে ছিলেন তরুণ এই স্পিনার। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হয়নি মুজিবকে। গত সিরিজ থেকে বাদ পড়েছেন আব্দুল মালিক, ডারউইশ রাসূলি, নাঙ্গেলিয়া খারোটে। সবশেষ ইমার্জিং এশিয়অ কাপে ভালো খেলে কদিন আগে আফগানিস্তানের জার্সিতে অভিষেক হয়েছে সেদিকউল্লাহ অটলের। বাঁহাতি ওপেনারও আছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে।
সেদিকউল্লাহর সঙ্গে ব্যাটার হিসেবে স্কোয়াডে আছেন ইব্রাহিম, রহমানুল্লাহ গুরবাজ, হাশমতউল্লাহ শহীদি, রহমত শাহ, ইকরাম আলী খিল। অলরাউন্ডার হিসেবে মোহাম্মদ নবির সঙ্গে আছেন গুলবাদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই। স্পিনে নবির সঙ্গ দেবেন রশিদ খান, মোহাম্মদ গাজানফার ও নূর আহমদ।
পেস বোলিংয়ে ফজলহক ফারুকির সঙ্গে দেখা যাবে ওমরজাই, ফরিদ মালিক, নাভিদ জাদরান ও নাইব। রিজার্ভ ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে ডারউইশ রাসূলি, নাঙ্গেলিয়া খারোটে, বিলাল সামিকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া।
আফগানিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড: ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ অটল, হাশমতউল্লাহ শহীদি, রহমত শাহ, ইকরামআলী খিল, গুলবাদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, মোহাম্মদ গাজানফার, নূর আহমদ, ফজলহক ফারুকি, ফরিদ মালিক এবং নাভিদ জাদরান।
রিজার্ভ- ডারউইশ রাসূলি, নাঙ্গেলিয়া খারোটে, বিলাল সামি