promotional_ad

সিরিজ হারের পর পাকিস্তানের ৫ পয়েন্ট কাটা

ইনতেছার
সাউথ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টেই হেরেছে পাকিস্তান
সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে মোহাম্মদ আব্বাসের বোলিংয়ে জয়ের স্বপ্ন দেখছিল পাকিস্তান। ৯৯ রানে ৮ উইকেট তুলে নেয়ার পরও জয়ের দেখা পাওয়া হয়নি সফরকারীদের। মার্কো ইয়ানসেন ও কাগিসো রাবাদার ব্যাটে পাকিস্তান বাঁধা পেরিয়ে ম্যাচ জিতে নয় সাউথ আফ্রিকা। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও জায়গা করে নেন টেম্বা বাভুমারা।

promotional_ad

প্রথম টেস্টে দারুণভাবে লড়াই করলেও কেপ টাউনে যেন কিছুই করতে পারল না পাকিস্তান। রায়ান রিকেলটনের ডাবল সেঞ্চুরি, বাভুমা ও কাইল ভেরেইনার সেঞ্চুরিতে ৬১৫ রানের পুঁজি পায় প্রোটিয়ারা। স্বাগতিকদের পেস আগুনে পুড়ে প্রথম ইনিংসে মাত্র ১৯৪ রানে অল আউট হয়ে ফলো অনে পড়ে পাকিস্তান।


দ্বিতীয় ইনিংসে অবশ্য শান মাসুদের সেঞ্চুরি ও বাবর আজমের হাফ সেঞ্চুরিতে ৪৭৮ রান তোলে সফরকারীরা। তাতে সাউথ আফ্রিকার জন্য লক্ষ্য দাঁড়ায় ৫৮ রান। ডেভিড বেডিংহাম ও এইডেন মার্করামের ব্যাটে তারা জয় পেয়েছে কোন উইকেট না হারিয়েই। অর্থাৎ সিরিজের দুই টেস্টেই হেরে সাউথ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। এমন হারের পর এবার আইসিসির জরিমানার মুখে পড়তে হয়েছে তাদের।


promotional_ad

স্লো ওভার রেটের কারণে ৫ পয়েন্ট কাটা হয়েছে পাকিস্তানের। সিরিজের শেষ টেস্টে নির্ধারিত সময়ে ৫ ওভার পিছিয়ে ছিল সফরকারীরা। নিয়ম অনুযায়ী, প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়। এ ছাড়া প্রতি ওভারের জন্য টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট থেকে একটি করে পয়েন্ট কাটা হয়।


৫ ওভার পিছিয়ে থাকার কারণে খেলোয়াড়দের ২৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে পাকিস্তানের ৫ পয়েন্টও কেটে রাখা হয়েছে। দুই অনফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা ও নীতিন মেনন, তৃতীয় আম্পায়ার অ‍্যালেক্স ওয়ার্ফ এবং চতুর্থ আম্পায়ার স্টিভেন হ‍্যারিস এমন অভিযোগ আনার পর দোষ স্বীকার করে নেন শান মাসুদ।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball