promotional_ad

ফলো-অনের পর বাবর-মাসুদের ব্যাটে স্বস্তিতে পাকিস্তান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাবর আজম (বামে), শান মাসুদ (ডানে), ফাইল ফটো
কেপটাউনের ব্যাটিং উইকেটে প্রথম ইনিংসে ১৯৪ রানেই গুঁটিয়ে যায় পাকিস্তান। ফলো-অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দলটি শান মাসুদের সেঞ্চুরি ও বাবর আজমের হাফ সেঞ্চুরিতে করেছে এক উইকেটে ২১৩ রান। তৃতীয় দিনের শেষপর্যন্ত দলটি পিছিয়ে আছে ২০৮ রানে।

promotional_ad

নিউল্যান্ডসে প্রথম ইনিংসে তিন উইকেটে ৬৪ রান নিয়ে রবিবার তৃতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার বাবর ও মোহাম্মদ রিজওয়ান প্রথম ঘণ্টায় উইকেট পড়তে দেননি। ৩১ রান নিয়ে ব্যাটিং শুরু করা বাবর হাফ সেঞ্চুরি তুলে নেন ১১২ বলে।


১৮ বছর বয়সী অভিষিক্ত পেসার কিউনা মাফাকার বলে প্রথম ঘণ্টার পর বিদায় নেন বাবর। উইকেটরক্ষক কাইল ভেরেইনার মুঠোয় ক্যাচ দেয়ার আগে করেন ১২৭ বলে ৫৮ রান। এরপর রিজওয়ানকে বোল্ড করে দেন উইয়ান মুল্ডার। ৮২ বলে ৪৬ রান করেন তিনি।


এরপর ২০ রান পর্যন্তও যেতে পারেননি দলের আর কোনো ব্যাটার। ৭৬ রানে শেষ ৬ উইকেট হারায় পাকিস্তান। সালমান আঘা ২২ বলে ১৯, আমের জামাল ৩৬ বলে ১৫, খুররম শাহজাদ ২৯ বলে ১৪ ও মির হামজা ১৩ বলে ১৩ রান করে ফিরে যান।


promotional_ad

৫৫ রানে তিন উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সফলতম বোলার পেসার কাগিসো রাবাদা। ৪২১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে পাকিস্তান। দলকে এগিয়ে নেন দুই ওপেনার মাসুদ ও বাবর। জুটিতে শতরান পূর্ণ হয় ১৩২ বলে।


৯৮ থেকে মার্কো ইয়ানসেনকে চার মেরে মাসুদ সাউথ আফ্রিকায় নিজের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন ১৫৯ বলে। জানসেনের পরের ওভারে ডেভিড বেডিংহামের মুঠোয় গালিতে ক্যাচ দিয়ে বাবর বিদায় নিলে ভাঙে ২০৫ রানের এই জুটি। তার ব্যাটে আসে ৮১ রান।


‘নাইটওয়াচম্যান’ হিসেবে নামা খুররাম শাহজাদকে নিয়ে বাকি সময়টুকু কাটিয়ে দেন মাসুদ। 
ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরিতে ১৬৬ বলে ১৪ চারে ১০২ রানে খেলছেন তিনি। খুররম আছেন আট রানে। ম্যাচের লাগাম অবশ্য এখনও ধরে রেখেছে সাউথ আফ্রিকা। তবে শেষ দুই দিনে চমৎকার কিছু করে ফলাফলে প্রভাব রাখতে পারে পাকিস্তান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball