promotional_ad

রিকেলটনের ডাবল সেঞ্চুরি- ভেরেইনার সেঞ্চুরিতে প্রোটিয়াদের রান পাহাড়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
দুইশ পেরিয়ে গেছেন রায়ান রিকেলটন, ফাইল ফটো
আগের দিনই পেয়েছিলেন সেঞ্চুরি। কেপটাউন টেস্টের দ্বিতীয় দিন সেই ইনিংসকে আড়াইশ স্পর্শ করালেন রায়ান রিকেলটন। দ্বিতীয় দিনে কাইল ভেরেইনাও পেলেন সেঞ্চুরি। সঙ্গে মার্কো জানসেনের হাফ সেঞ্চুরিতে ৬১৫ রানের বিশাল সংগ্রহ করেছে সাউথ আফ্রিকা। জবাবে দ্রুত তিন উইকেট হারিয়ে ৬৪ রান তুলেছে পাকিস্তান। এখনও ৫৫১ রান পিছিয়ে আছে দলটি।

promotional_ad

চার উইকেটে ৩১৬ রান নিয়ে শনিবার দিন শুরু করা সাউথ আফ্রিকা যোগ করে আরও ২৯৯ রান। দিনের শুরুতেই ডেভিড বেডিংহামকে বিদায় করেন মোহাম্মদ আব্বাস। ক্যাচটি লুফে নেন উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। তারপর রিকেলটন ও ভেরেইনার শতরানের জুটিতে এগিয়ে যায় সাউথ আফ্রিকা।


ভেরেইনা তুলে নেন ক্যারিয়ারের চার নম্বর সেঞ্চুরি। তাকে ফিরিয়ে ১৪৮ রানের জুটিটি ভাঙেন আঘা সালমান। ১৪৭ বলে পাঁচটি ছক্কা ও ৯টি চারে বরাবর ১০০ রান করেন ভেরেইনা। প্রথম স্লিপে আমের জামালকে ক্যাচ দেন তিনি।


উইকেটে গিয়েই পাল্টা আক্রমণ শুরু করেন জানসেন। অপরপ্রান্ত থেকে হাত খুলে খেলতে থাকেন রিকেলটনও। দুই জনে মিলে ৬৭ বলে ৮৬ রানের জুটি গড়েন। ৩৪৩ বলে তিনটি ছক্কা ও ২৯ চারে ২৫৯ রানের ইনিংস খেলে বিদায় নেন রিকেলটন। মির হামজার বলে মিড অনে ক্যাচ দিয়ে ফিরে যান এই ওপেনার।


promotional_ad

তারপর জানসেনকেও ফেরান হামজা। ৪২ বলে হাফ সেঞ্চুরি পাওয়া এই অলরাউন্ডার তিনটি ছক্কা ও আটটি চারে ৫৪ বলে ৬২ রান করেন। তবে সাউথ আফ্রিকার ইনিংস তখনও শেষ হয়নি। ৯ নম্বরে নেমে ৩৫ বলে ৪০ রানের ইনিংসে খেলে দলকে ছয়শ রান পার করান কেশভ মহারাজ। 
এ দিন উইকেটের পেছনে মোট ছয়টি ক‍্যাচ নিয়েছেন রিজওয়ান।


পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট নেন মোহাম্মদ আব্বাস ও সালমান আঘা। দুটি করে উইকেট নেন মির হামজা ও খুররম শাহজাদ। পাকিস্তানের ইনিংসে চোটের জন্য চলতি সিরিজ থেকে ছিটকে যাওয়া সাইম আইয়ুবের জায়গায় প্রথমবারের মতো ওপেন করতে নেমে ৭৭ বলে চারটি চারে ৩১ রানে ব‍্যাট করছেন বাবর আজম।


তাকে সঙ্গ দিচ্ছেন ৯ রানে থাকা মোহাম্মদ রিজওয়ান। এই ইনিংসের শুরুতে ব‍্যাট করতে নেমে প্রথম ওভারেই শান মাসুদকে (২) হারায় পাকিস্তান। জানসেনের বলে দ্রুত বোল্ড হয়ে ফেরেন কামরান ঘুলাম। শূন্য রানে রাবাদার শিকার হয়ে ফিরে যান সাউদ শাকিল।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball