রিকেলটন- বাভুমার সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে সাউথ আফ্রিকা
ছবি: টেম্বা বাভুমা (বামে), রায়ান রিকেলটন (ডানে), ফাইল ফটো
নিউল্যান্ডসে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে প্রথম ঘণ্টা কোনো বিপদ ছাড়াই কাটিয়ে দেন এইডেন মার্করাম এবং রিকেলটন। ৬১ রানের এই জুটি ভাঙেন খুররাম শাহজাদ। তার গুড লেংথ ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ৪০ বলে ১৭ রান করা মার্করাম।
এসএ টোয়েন্টির জন্য স্কোয়াডে ১৫ জনও পাচ্ছে না সাউথ আফ্রিকা
৩ ঘন্টা আগেতারপর উইয়ান মুল্ডারকে দ্রুত ফেরান মোহাম্মদ আব্বাস। পাঁচ রান করা এই ব্যাটারও উইকেটের পেছনে ক্যাচ দেন। তারপর শূন্য রানে ট্রিস্টান স্টাবসকে বিদায় করেন আঘা সালমান। উইকেটের পেছনে তৃতীয়বারের মতো ক্যাচ নেন মোহাম্মদ রিজওয়ান।
বিনা উইকেটে ৬১ থেকে সাউথ আফ্রিকার স্কোর হয়ে যায় ৩ উইকেটে ৭২। তারপর এক প্রান্ত ধরে রেখে সাবলীল ব্যাটিংয়ে এগিয়ে যান রিকেলটন। আরেক প্রান্ত থেকে তাকে সঙ্গ দেন ইনফর্ম অধিনায়ক বাভুমা।
দ্রুত ৩ উইকেট হারানোর ধাক্কা সামাল দিয়ে তাদের ব্যাটে ঘুরে দাঁড়ায় সাউথ আফ্রিকা। দ্বিতীয় সেশনে কোনো উইকেট না হারিয়ে ১১২ রান যোগ করে প্রোটিয়ারা। এই সেশনে ১৩৫ বলে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন রিকেলটন। এই জুটির একশ রানও পূর্ণ হয় এই সেশনে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাংলাদেশের স্পিন বোলিং পরামর্শক মুশতাক
৪ ফেব্রুয়ারি ২৫তৃতীয় সেশনেও দ্রুত বাড়াতে থাকে সিরিজে এরই মাঝে একটি টেস্ট জেতা প্রোটিয়ারা। জুটির দুইশ রান এই সেশনেই পূরণ হয়। ১৬৭ বলে বাভুমা তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। সেঞ্চুরি ছুঁয়ে অবশ্য ফিরতে হয় বাভুমাকে।
আঘা সালমানের বলে রিজওয়ানকে দিনের চতুর্থ ক্যাচটি দিয়ে সাজঘরে যান বাভুমা। ফলে ৩২৫ বল স্থায়ী ২৩৫ রানের জুটিটি ভাঙে। বাকি সময়টা নিরাপদেই পার করেন ডেভিড বেডিংহ্যাম এবং রিকেলটন।
২৩২ বলে ২১ চার ও এক ছক্কায় ১৭৬ রানে ব্যাটিং করছেন ওপেনার রিকেলটন। তার সঙ্গী ডেভিড বেডিংহ্যাম আছেন চার রান। ৫৫ রানে দুই উইকেট নিয়ে পাকিস্তানের সফলতম বোলার সালমান। একটি করে উইকেট নিয়েছেন আব্বাস ও শাহজাদ।