promotional_ad

রিকেলটন- বাভুমার সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে সাউথ আফ্রিকা

টেম্বা বাভুমা (বামে), রায়ান রিকেলটন (ডানে), ফাইল ফটো
সাউথ আফ্রিকার দারুণ সূচনা, এরপর ১১ রানের মধ্যে তিন উইকেট নিয়ে ম্যাচে ফিরে পাকিস্তান। তবুও রায়ান রিকেলটন এবং টেম্বা বাভুমার লড়াকু সেঞ্চুরিতে কেপটাউন টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিল সাউথ আফ্রিকা। প্রথম দিন শেষে দলটির সংগ্রহ চার উইকেটে ৩১৬।

promotional_ad

নিউল্যান্ডসে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে প্রথম ঘণ্টা কোনো বিপদ ছাড়াই কাটিয়ে দেন এইডেন মার্করাম এবং রিকেলটন। ৬১ রানের এই জুটি ভাঙেন খুররাম শাহজাদ। তার গুড লেংথ ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ৪০ বলে ১৭ রান করা মার্করাম।


আরো পড়ুন

এসএ টোয়েন্টির জন্য স্কোয়াডে ১৫ জনও পাচ্ছে না সাউথ আফ্রিকা

৩ ঘন্টা আগে
দ্বিতীয় সারির দল নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে সাউথ আফ্রিকা

তারপর উইয়ান মুল্ডারকে দ্রুত ফেরান মোহাম্মদ আব্বাস। পাঁচ রান করা এই ব্যাটারও উইকেটের পেছনে ক্যাচ দেন। তারপর শূন্য রানে ট্রিস্টান স্টাবসকে বিদায় করেন আঘা সালমান। উইকেটের পেছনে তৃতীয়বারের মতো ক্যাচ নেন মোহাম্মদ রিজওয়ান। 


বিনা উইকেটে ৬১ থেকে সাউথ আফ্রিকার স্কোর হয়ে যায় ৩ উইকেটে ৭২। তারপর এক প্রান্ত ধরে রেখে সাবলীল ব্যাটিংয়ে এগিয়ে যান রিকেলটন। আরেক প্রান্ত থেকে তাকে সঙ্গ দেন ইনফর্ম অধিনায়ক বাভুমা।



promotional_ad

দ্রুত ৩ উইকেট হারানোর ধাক্কা সামাল দিয়ে তাদের ব্যাটে ঘুরে দাঁড়ায় সাউথ আফ্রিকা। দ্বিতীয় সেশনে কোনো উইকেট না হারিয়ে ১১২ রান যোগ করে প্রোটিয়ারা। এই সেশনে ১৩৫ বলে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন রিকেলটন। এই জুটির একশ রানও পূর্ণ হয় এই সেশনে।


আরো পড়ুন

চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাংলাদেশের স্পিন বোলিং পরামর্শক মুশতাক

৪ ফেব্রুয়ারি ২৫
ফিল সিমন্সের সঙ্গে মুশতাক আহমেদ, ফাইল ছবি

তৃতীয় সেশনেও দ্রুত বাড়াতে থাকে সিরিজে এরই মাঝে একটি টেস্ট জেতা প্রোটিয়ারা। জুটির দুইশ রান এই সেশনেই পূরণ হয়। ১৬৭ বলে বাভুমা তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। সেঞ্চুরি ছুঁয়ে অবশ্য ফিরতে হয় বাভুমাকে।


আঘা সালমানের বলে রিজওয়ানকে দিনের চতুর্থ ক্যাচটি দিয়ে সাজঘরে যান বাভুমা। ফলে ৩২৫ বল স্থায়ী ২৩৫ রানের জুটিটি ভাঙে। বাকি সময়টা নিরাপদেই পার করেন ডেভিড বেডিংহ্যাম এবং রিকেলটন।



২৩২ বলে ২১ চার ও এক ছক্কায় ১৭৬ রানে ব্যাটিং করছেন ওপেনার রিকেলটন। তার সঙ্গী ডেভিড বেডিংহ্যাম আছেন চার রান। ৫৫ রানে দুই উইকেট নিয়ে পাকিস্তানের সফলতম বোলার সালমান। একটি করে উইকেট নিয়েছেন আব্বাস ও শাহজাদ।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball