promotional_ad

প্যাটারসন-বশের ৯ উইকেট, পাকিস্তান অল আউট ২১১ রানে

পাকিস্তানকে ধসিয়ে দিয়ে ড্যান প্যাটারসনের উদযাপন
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৭১ রানে ৫ উইকেট নিয়েছিলেন ড্যান প্যাটারসন। পরের টেস্টে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরিয়নেও নিয়েছেন ৫ উইকেট। অভিষিক্ত পেসার কর্বিন বশও ফিরিয়েছেন পাকিস্তানের চার ব্যাটারকে। প্যাটারসন ও বশের পেস আগুনে পুড়ে প্রথম ইনিংসে মাত্র ২১১ রানে অল আউট হয়েছে সফরকারীরা। তৃতীয় সেশনে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারানো সাউথ আফ্রিকা তুলেছে ৮২ রান। পাকিস্তানের চেয়ে ১২৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন সকালে ব্যাটিংয়ে নামবে প্রোটিয়ারা।

promotional_ad

সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে সাবধানী শুরুই করেছিলেন শান মাসুদ ও সাইম আইয়ুব। সাউথ আফ্রিকার পেসাররা কঠিন পরীক্ষা নিলেও উইকেটের দেখা পাচ্ছিলেন না। ইনিংসের ১৫তম ওভারে স্বাগতিকদের উইকেট এনে দেন বশ। ৩০ বছর বয়সী এই পেসার নিজের অভিষেক ম্যাচের প্রথম বলেই ফিরিয়েছেন শান মাসুদকে। অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে তৃতীয় স্লিপে থাকা মার্কো জানসেনকে ক্যাচ দিয়ে ১৭ রানে আউট হয়েছেন পাকিস্তানের অধিনায়ক।


পরের ওভারে সাজঘরের পথে হেঁটেছেন আরেক ওপেনার সাইমও। প্যাটারসনের পঞ্চম স্টাম্পের বলে এজ হয়ে উইকেটের পেছনে থাকা কাইল ভেরেইনাকে ক্যাচ দিয়েছেন। দারুণ ছন্দে থাকা তরুণ এই ওপেনার আউট হয়েছেন ১৪ রানে। দুই টেস্টের বিরতির পর সাদা পোশাকের ক্রিকেটে সুখকর হলো না বাবর আজমের। প্যাটারসনের অফ স্টাম্পের অনেকটা বাইরের বলে খোঁচা দিতে গিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়েছেন এইডেন মার্করামের হাতে। বাবরের ব্যাট থেকে এসেছে ৪ রান।


দলের রান পঞ্চাশ পার হতেই আউট হয়েছেন সাউদ সাকিল। বশের লেগ স্টাম্পের উপর করা বাউন্সারে ফাইন লেগ দিয়ে খেলতে গিয়ে এজ হয়ে ভেরেইনাকে ক্যাচ দিয়েছেন। ৫৬ রানে ৪ উইকেট হারানো পর প্রতিরোধ গড়ে তোলেন কামরান গুলাম ও মোহাম্মদ রিজওয়ান। তাদের দুজনের ব্যাটে একশ পার করে পাকিস্তান। দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন কামরান। ৭১ বলে ৫৪ রানের ইনিংস খেলা এই ব্যাটারকে ফিরিয়েছেন প্যাটারসন। 



promotional_ad

ডানহাতি এই পেসারকে ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়েছেন কাগিসো রাবাদার হাতে। যদিও জানসেন ক্যাচ নিতে পারলে ব্যক্তিগত ৪৮ রানে অপরাজিত থাকার সময়ই রাবাদার বলে ফিরতে পারতেন কামরান। রিজওয়ানও আউট হয়েছেন প্যাটারসনের বলে। ডানহাতি উইকেটকিপার ব্যাটার করেছেন ২৭ রান। সালমান আলী আঘাকে ফিরিয়ে টেস্টে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট নিয়েছেন প্যাটারসন। 


আমের জামাল, খুররাম শাহজাদ ও মোহাম্মদ আব্বাসের ব্যাটের উপর ভর করে দুইশ পার করে থামে পাকিস্তান। দলের হয়ে একমাত্র হাফ সেঞ্চুরিটা এসেছে কামরানের ব্যাট থেকে। ৬১ রানে ৫ উইকেট নিয়ে সফরকারীদের ধসিয়ে দেয়ার কাজটা করেছেন প্যাটারসন। আরেক পেসার বশ ৪ উইকেট নিয়েছেন ৬৩ রানে। বাকি একটি উইকেট পেয়েছেন জানসেন। পুরো ম্যাচ জুড়ে দারুণ বোলিং করলেও উইকেটের দেখা পাননি রাবাদা।


পাকিস্তানের ২১১ রানের জবাব দিতে নেমে ৩ প্রথম দিন শেষে ৩ উইকেটে ৮২ রান তুলেছে সাউথ আফ্রিকা। ইনিংসের তৃতীয় ওভারে টনি ডি জর্জিকে ফিরিয়ে পাকিস্তানকে প্রথম উইকেট এনে দেন শাহজাদ। ডানহাতি পেসারের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন ডি জর্জি। তিনে নামা রায়ান রিকেলটনের উইকেটও নিয়েছেন শাহজাদ। আর ২০২১ সালের পর পাকিস্তানের হয়ে টেস্ট খেলতে নেমে ট্রিস্টিয়ান স্টাবসকে ফিরিয়েছেন মোহাম্মদ আব্বাস। ৪৭ রানে অপরাজিত থাকা মার্করামকে সঙ্গে নিয়ে ব্যাটিংয়ে নামবেন অধিনায়ক টেম্বা বাভুমা। তিনি নিজে অপরাজিত আছেন ৪ রানে।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball