বিপিএলের সম্পূর্ণ ফি পরিশোধ করেছে চট্টগ্রাম

বিপিএল
বিপিএলের সম্পূর্ণ ফি পরিশোধ করেছে চট্টগ্রাম
চট্টগ্রাম রয়্যালসের লোগো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম রয়্যালসের ফি পরিশোধ নিয়ে সাম্প্রতিক সময়ে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, তা নজরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।

এ প্রেক্ষিতে বিষয়টি পরিষ্কার করতে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বোর্ড। বিবৃতিতে বিসিবি জানিয়েছে, চট্টগ্রাম রয়্যালস তাদের ফ্র্যাঞ্চাইজি ফি সম্পূর্ণ পরিশোধ করেছে। এর পাশাপাশি তারা নির্ধারিত গ্যারান্টি অর্থও যথাযথ এবং প্রামাণিক আর্থিক নথির মাধ্যমে জমা দিয়েছে।

বিসিবির পক্ষ থেকে আহ্বান জানানো হয়, ফ্র্যাঞ্চাইজি সংশ্লিষ্ট আর্থিক দায়বদ্ধতা নিয়ে আলোচনা বা সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিশ্চিত তথ্যের ওপর নির্ভর করার।

কিছুদিন আগেই হাবিবুল বাশারকে মেন্টরের ভূমিকায় নিয়োগ দেয় চট্টগ্রাম। এর কয়েকদিন পরই সেই পদ থেকে সরে দাঁড়ান বাশার। টুর্নামেন্ট শুরুর আগেই জাতীয় দলের সাবেক অধিনায়ক বাশারের এমন কর্ম সন্দেহ সৃষ্টি করে সংশ্লিষ্টদের মনে।

যদিও পারিবারিক কারণ দেখিয়েই বিপিএলে থাকেননি বাশার। এরপর তার জায়গায় তুষার ইমরানকে নিয়োগ দেয় বিসিবি। এবারের বিপিএলে লড়াকু দল গঠন করেছে চট্টগ্রাম। টুর্নামেন্টের সবচেয়ে দামি ক্রিকেটার নাইম শেখকে (এক কোটি ১০ লাখ) দলে নিয়েছে তারা।

চট্টগ্রাম রয়্যালস—

সরাসরি চুক্তি— শেখ মেহেদী, তানভির ইসলাম এবং আবরার আহমেদ।

নিলাম থেকে— নাইম শেখ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, আবু হায়দার রনি, মাহফিজুল ইসলাম রবিন, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরি, সালমান হোসেন, জাহিদুজ্জামান খান সাগর, নিরোশান ডিকওয়েলা, অ্যাঞ্জেলো পেরেরা।

আরো পড়ুন: চট্টগ্রাম রয়্যালস