বিগ ব্যাশে খেলতে গেলেন রিশাদ

বিগ ব্যাশ
বিগ ব্যাশে খেলতে গেলেন রিশাদ
বিমানবন্দরে রিশাদ হোসেন, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বিগ ব্যাশের সবশেষ আসরে ড্রাফট থেকে রিশাদ হোসেনকে দলে নেয় হোবার্ট হারিকেন্স। বাংলাদেশের এই লেগ স্পিনার আগেই জানিয়েছিলেন দলটির হয়ে খেলার জন্য মুখিয়ে আছেন তিনি। সেই সঙ্গে হোবার্টের হেড অব স্ট্র্যাটেজির দায়িত্বে থাকা রিকি পন্টিংয়ের অধীনে খেলতে তর সইছে না তার।

জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর ও বিপিএলের জন্য বিগ ব্যাশের গত মৌসুমে খেলতে যেতে পারেননি তরুণ লেগ স্পিনার। বিগ ব্যাশের আগামী মৌসুমের জন্যও রিশাদেই ভরসা রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা। বিগ ব্যাশে খেলতে মঙ্গলবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি।

বিগ ব্যাশ লিগের নতুন আসর শুরু হচ্ছে আগামী ১৪ ডিসেম্বর, আর উদ্বোধনী দিনেই মুখোমুখি হবে পার্থ স্কর্চার্স ও সিডনি সিক্সার্স। বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের প্রথম ম্যাচ ১৬ ডিসেম্বর সিডনি থান্ডারের বিপক্ষে। টুর্নামেন্টের তৃতীয় দিনেই মাঠে নামছে তাসমানিয়ার এই দল, আর এই ম্যাচটিই তাদের মৌসুমের প্রথম পরীক্ষা।

এদিকে আগামী ২৬ ডিসেম্বর পর্দা উঠতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। নিজেদের ফ্র্যাঞ্চাইজি লিগকে উপেক্ষা করে বিগ ব্যাশে খেলার জন্য রিশাদকে এনওসি দিয়েছে বিসিবি। পুরো আসরেই তাকে পাবে হোবার্টের ফ্র্যাঞ্চাইজিটি। এর মধ্যে দিয়ে প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলার অভিজ্ঞতা পাবেন তিনি।

হোবার্টের হেড অব স্ট্র্যাটেজির দায়িত্বে থাকা রিকি পন্টিংয়ের পরামর্শেই তাকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। রিশাদও পন্টিংয়ের বড় ভক্ত। তার সঙ্গে কাজ করতে রীতিমতো মুখিয়ে আছেন তিনি। ছোটো থেকেই পন্টিংয়ের খেলা দেখেছেন রিশাদ। তার ক্রিকেটের প্রতি ভালোবাসার পেছনেও তার বড় অবদান।

রিশাদ কিছুদিন আগেই বলেছিলেন, 'পন্টিং ছোটবেলায় আমার প্রিয় খেলোয়াড়দের একজন ছিল; আমি ওকে খেলতে দেখতাম। ওর সঙ্গে কাজ করার জন্য আমি খুবই রোমাঞ্চিত। খেলোয়াড়দের থেকেও বেশি, আমি রিকি পন্টিংয়ের সঙ্গে কাজ করার জন্য এবং ওর কোচিংয়ে খেলার জন্য অপেক্ষা করছি।'

আরো পড়ুন: রিশাদ হোসেন