বিপিএলের গত আসরে চিটাগাং কিংসের হয়ে খেলেছিলেন তালাত। তিন ম্যাচে মোটে ৪২ রান করেছিলেন এই অলরাউন্ডার। এর মধ্যে এক ম্যাচেই করেছিলেন ৪০ রান। তিন ম্যাচে নেন এক উইকেট।
নিলামের আগে পরে মিলিয়ে বেশ গুছানো দল সাজিয়েছে রাজশাহী। নিলামের আগেই তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ নাওয়াজ এবং সাহিবজাদা ফারহানকে নেয় রাজশাহী।
এরপর নিলাম থেকে জিসান আলম, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী রাব্বি, আকবর আলী, রিপন মণ্ডল, হাসান মুরাদ, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব, রবিউল হক, ওয়াসি সিদ্দিকী ও মুশফিকুর রহিমের মতো ক্রিকেটারদের নেয় তারা।
বিদেশিদের মধ্যে দুশান হেমন্থ এবং জাহানদাদ খানকে নেয় হান্নান সরকারের কোচিংয়ে থাকা এই ফ্র্যাঞ্চাইজিটি। দলে আরো চমক আছে বলে ইতোমধ্যেই জানিয়েছেন হান্নান।
রাজশাহী ওয়ারিয়র্স-
সরাসরি চুক্তি— তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান।
নিলাম থেকে— জিসান আলম, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী রাব্বি, আকবর আলী, রিপন মণ্ডল, হাসান মুরাদ, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব, রবিউল হক, ওয়াসি সিদ্দিকী, মুশফিকুর রহিম, শাখির হোসেন শুভ্র, মোহাম্মদ রুবেল, দুশান হেমন্থ, জাহানদাদ খান।
নিলামের পর- হুসেইন তালাত