নাইমের দিকে আমাদের নজর ছিল না: হান্নান

বিপিএল
নাইমের দিকে আমাদের নজর ছিল না: হান্নান
নাইম শেখ, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন নাইম শেখ। এক কোটি ১০ লাখ টাকায় তাকে দলে ভিড়িয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম রয়্যালস। যদিও নাইমকে দলে নিতে কোনো আগ্রহ দেখায়নি রাজশাহী ওয়ারিয়র্স।

নিলামে নাইমের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা। সেখান থেকে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির কাড়াকাড়িতে মুহূর্তেই কোটি স্পর্শ করেন নাইম। কয়েক সেকেন্ডে সেটিও ছাড়িয়ে যায়।

যদিও এই হট্টগোলের মাঝে নির্বিকার ছিল রাজশাহী ওয়ারিয়র্স ফ্র্যাঞ্চাইজি। দলে তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত ও সাহিবজাদা ফারহানের মতো টপ অর্ডাররা থাকায় বেশ নির্ভার ছিল দলটি।

এ নিয়ে রাজশাহীর কোচ হান্নান সরকার বলেন, 'একেকটা টিমের স্ট্র্যাটেজি একেক রকম থাকে। এখন বলতে লজ্জা নেই বা কোনো দ্বিধা নেই যে আমাদের টিমে আপনি জানেন টপ অর্ডার তিনজন ব্যাটসম্যান রয়েছে। শান্ত, তানজিদ তামিম, ফারহান। সো স্বাভাবিকভাবে নাইম শেখের দিকে হয়তো আমাদের নজর ছিল না।'

মূলত নিলামে একটি তারুণ্য নির্ভর দল চেয়েছিল রাজশাহী। তাদের সেই লক্ষ্য বেশ ভালোভাবেই পূরণ হয়েছে বলে মনে করেন হান্নান। বিশেষ করে নিলামের আগেই নাজমুল হোসেন শান্তকে দলে পেয়ে উচ্ছ্বসিত তারা।

হান্নান আরো বলেন, 'আমার কাছে মনে হয় আমরা যেভাবে প্ল্যান করতে চেয়েছিলাম একটা ইয়ং এবং স্পিরিটেড টিম। আমরা যখন আলোচনা করেছি, ক্যাপ্টেন এখনো অফিশিয়ালি ডিক্লেয়ার হয়নি, বাট শান্তর এক্সপেরিয়েন্স বাংলাদেশ টিমের ক্যাপ্টেন সবকিছু মিলে শান্ত আমরা মিলেই প্ল্যান করেছি আপনারা দেখেছেন। তো সেখান থেকে আমাদের যে প্ল্যান ছিল সেভাবেই আমরা এগিয়েছি।'

রাজশাহী ওয়ারিয়র্স—

সরাসরি চুক্তি— তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান।

নিলাম থেকে— জিসান আলম, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী রাব্বি, আকবর আলী, রিপন মণ্ডল, হাসান মুরাদ, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব, রবিউল হক, ওয়াসি সিদ্দিকী, মুশফিকুর রহিম, শাখির হোসেন শুভ্র, মোহাম্মদ রুবেল, দুশান হেমন্থ, জাহানদাদ খান।

আরো পড়ুন: হান্নান সরকার