এবার জানা গেছে রিয়েল ইম্প্যাক্টের বদলে ট্রান্স গ্রুপের সঙ্গে চুক্তি করেছে বিসিবি। আসন্ন বিপিএল থেকেই তারা কাজ শুরু করবে বলে জানা গেছে। ফলে বাংলাদেশের দর্শকরা আরও মানসম্পন্ন ব্রডকাস্ট দেখতে পারবেন বলে আশা করা যাচ্ছে। এ বিষয়টি নিশ্চিত করে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।
তিনি বলেছেন, 'আমরা যখন বিডিং করেছি...টিভি প্রোডাকশন সার্ভিস নিয়ে অনেকের অনেক অভিযোগ ছিল। সুতরাং নির্দিষ্ট করে দিয়ে এবারআমরা মনোযোগ দিয়েছি যাতে এটা ভালো হয়। ইংল্যান্ড, দুবাই, ভারত থেকে এসেছিল। টিভি প্রোডাকশন হিসেবে ট্রান্সগ্রুপকে নিয়েছি।'
আসন্ন বিপিএলের সম্প্রচারের জন্য পাকিস্তানের ট্রান্স গ্রুপকে বেছে নিয়েছে বিসিবি। খেলাধুলার প্রোডাকশনে দীর্ঘ ৩৫ বছরের অভিজ্ঞতা রয়েছে তাদের। রিয়েল ইম্প্যাক্টকে সরিয়ে ট্রান্স গ্রুপের সঙ্গে চুক্তির ফলে প্রায় ৬ কোটি টাকা কম খরচ হবে বিসিবির। খেলাধুলা সম্প্রচারের ক্ষেত্রে বেশ অভিজ্ঞই বলা চলে ট্রান্স গ্রুপকে।
সম্প্রচারের এই জায়ান্ট প্রতিষ্ঠানটি প্রোডাকশন শাখা ট্রান্স প্রোডাকশন টেকনোলজিসের (টিপিটি) মাধ্যমে বিশ্ব ব্যাপী খেলাগুলো সম্প্রচার করে থাকে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি), পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি), এমিরেটস ক্রিকেট বোর্ডসহ (ইসিবি) বিভিন্ন সংস্থার ব্রডকাস্ট প্রোডাকশন পার্টনার হিসেবে কাজ করছে ট্রান্স গ্রুপ।
তাদের সম্প্রচার করার তালিকায় আছেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল), টি টেন লিগ, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল) টুর্নামেন্টেগুলো। আসন্ন আইএল টি-টোয়েন্টির সম্প্রচারেরও দায়িত্ব পেয়েছে অভিজ্ঞ এই প্রতিষ্ঠানটি। এদিকে বুধবার বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ১৯ ডিসেম্বর শুরু হবে বিপিএল। আর ফাইনাল হবে ১৬ জানুয়ারি। প্রথম দিন থেকেই বাংলাদেশের সঙ্গে কাজ শুরু করবে ট্রান্স গ্রুপ।