বাবুলকে প্রধান কোচের দায়িত্ব দিচ্ছে চট্টগ্রাম

ফ্র্যাঞ্চাইজি লিগ
বিপিএলের টানা দুইবারের শিরোপা জয়ী কোচকে দায়িত্ব দিচ্ছে চট্টগ্রাম
বরিশালের কোচ মিজানুর রহমান বাবুল
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ দুই আসরের শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। দলটির সাফল্যের নেপথ্যে ছিলেন প্রধান কোচ মিজানুর রহমান বাবুল। এবারের বিপিএলে ফরচুন বরিশাল অংশ নিলে হয়তো ফ্র্যাঞ্চাইজিটির ডাগ আউটে দেখা যেত তাকেই।

এবারের বিপিএলে দল নিতে আগ্রহ দেখায়নি ফরচুন বরিশাল। এই ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন করেও আকাশবাড়ি হলিডেজ দল পায়নি। ফলে বিপিএলে নতুন ঠিকানা খুঁজে নিতে হচ্ছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম অভিজ্ঞ এই কোচকে। জানা গেছে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম রয়্যালসের হয়ে কোচিং করাতে দেখা যেতে পারে তাকে।

যদিও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। তার সঙ্গে আলোচনা চলছে ফ্র্যাঞ্চাইজিটির। এদিকে দেশি বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গেও কথা চলছে তাদের। এর মধ্যে জাতীয় দলের একজন ওপেনারও রয়েছেন। সেই সঙ্গে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারের সঙ্গেও আলোচনা চালাচ্ছে নবাগত এই ফ্র্যাঞ্চাইজিটি।

আগেই জানা গেছে এবারের বিপিএলে অংশ নেবে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি—ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স এবং সিলেট টাইটান্স। বিপিএলের এই দলগুলোর নামও ঠিক করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর থেকে দলের মালিকানা পরিবর্তন হলেও দলের নাম একই থাকবে বলে জানা গেছে।

এদিকে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে নভেম্বরের তৃতীয় সপ্তাহে। দলগুলো ড্রাফটের আগেই নিজেদের গুছিয়ে নেয়ার চেষ্টা করছে। সিলেট টাইটান্স এবার দলে ভিড়িয়েছে মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদের মতো জাতীয় দলের দুই তারকা স্পিনারকে।

পিছিয়ে নেই রাজশাহী ওয়ারিয়র্সও। তারা কথা এগিয়ে রেখেছে তানজিদ হাসান তামিমের সঙ্গে। একই ফ্র্যাঞ্চাইজির হয়ে বিপিএল মাতাতে পারেন পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান। আরেকজন লঙ্কান ক্রিকেটারের সঙ্গে তাদের কথা চলছে বলে জানিয়েছে দলটির বিশ্বস্ত একটি সূত্র।

আরো পড়ুন: বিপিএল