বিপিএলের প্রাথমিক তালিকা থেকে বাদ তিন প্রতিষ্ঠান

ফ্র্যাঞ্চাইজি লিগ
বিপিএলের চূড়ান্ত তালিকা থেকে বাদ তিন প্রতিষ্ঠান
বিপিএল
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল পেতে ১১টি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছেন। এর মধ্যে এই আলোচনায় ৯টি প্রতিষ্ঠানকে বৃহস্পতিবার আমন্ত্রণ জানিয়েছিল বিসিবি। এর মধ্যে ছিল না এস কিউ স্পোর্টস বা চিটাগং কিংস ফ্র্যাঞ্চাইজি ও নতুন আবেদন করা দেশ ট্রাভেলস।

এই দুটি প্রতিষ্ঠান বিপিএলে দল পাচ্ছে না এমনটাই ধারণা করা হচ্ছিল। তবে প্রাথমিক তালিকায় টিকে গেছে দেশ ট্রাভেলস। তবে বাদ পড়েছে দুটি প্রতিষ্ঠান। এর মধ্যে নোয়াখালির ফ্র্যাঞ্চাইজি নিতে চেয়েছিল বাংলা মার্ক। তাদেরকে প্রাথমিক যাচাই বাছাই শেষে বাদ দেয়া হয়েছে।

আর এবার বিপিএলে দল পাচ্ছে না খুলনা টাইগার্সের মালিকানাধীন প্রতিষ্ঠান মাইন্ড ট্রিও। তবে কী কারণে তারা বাদ পড়েছে তা জানা যায়নি। বিপিএলের গত কয়েক আসরে নিয়মিত ছিল খুলনার এই ফ্র্যাঞ্চাইজিটি। তাদের হয়ে বিপিএলে খেলেছিলেন মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেনের মতো ক্রিকেটার।

এ প্রসঙ্গে বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেছেন, '১১ টা থেকে ৮ টা করা হয়েছে। আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোম্পানি... ব্যাপারটা হচ্ছে ইওআইতে অনেক ডকুমেন্ট চাওয়া হয়েছিল। এই তিনটা কোম্পানির ডকুমেন্টের ঘাটতি ছিল বলে তারা কোয়ালিফাই করতে পারেনি। প্রাথমিক যাচাই-বাছাই এবং মূল্যায়ন প্রক্রিয়া শেষে বিপিএল গভর্নিং কাউন্সিলের আইন বিভাগ, লিগ্যাল কনসালেটেন্সি ফার্ম এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম ১১টি ইওআই অংশগ্রহণকারীর নথি পর্যালোচনা করেছে।'

তিনি আরও যোগ করেন, 'বিপিএলের গভর্নিং কাউন্সিলের তিনটি প্রতিষ্ঠান প্রক্রিয়ায় শর্ত পূরণ করতে পারেনি। এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ, বাংলা মার্ক লিমিটেড, মাইন্ড ট্রি ও রূপসী কনক্রিট লিমিটেড কনসোর্টিয়াম। চূড়ান্ত মূল্যায়ন প্রতিবেদন, আইন বিভাগ, লিগ্যাল কনসালটেন্সি ফার্ম এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম কর্তৃক সম্পন্ন হওয়ার পর যোগ্য ইউআই অংশগ্রহণকারীর চূড়ান্ত তালিকা আনুষ্ঠানিকভাবে ৪ তারিখে ঘোষণা করা হবে।'

আগে থেকেই শোনা যাচ্ছিল বিপিএলের এবারের আসরে মোট ৬টি দল অংশ নিতে পারে। ফলে এই ছয়টি দলের জন্য এবার মোট আটটি প্রতিষ্ঠান লড়াই করছে। এর মধ্যে রংপুর রাইডার্স নিশ্চিতভাবেই রংপুরের ফ্র্যাঞ্চাইজি ধরে রাখতে চলেছে। চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেতে চায় ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড।

তারা চূড়ান্ত তালিকায় টিকে গেছে। চ্যাম্পিয়ন স্পোর্টস লিমিটেড ঢাকার ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন করেছে। তারাও টিকে গেছে। এসএস গ্রুপ কুমিল্লার ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন করেছে। নাবিল গ্রুপ ও দেশ ট্রাভেলস পেতে চাইছে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি। বরিশালের ফ্র্যাঞ্চাইজির জন্য আকাশবাড়ি হলিডেজ। সিলেটের ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন করেছে জেএম স্পোর্টস এন্টারটেইনমেন্ট।

আরো পড়ুন: বিপিএল