বিপিএলে দল নিতে আগ্রহ প্রকাশ করেছে বেশ কিছু পুরোনো ফ্র্যাঞ্চাইজি। এর মধ্যে অন্যতম খুলনা টাইগার্স। এই দলটির মালিকানায় রয়েছে মাইন্ড ট্রি গ্রুপ। এই দলের মালিক হিসাবে আছেন ইকবাল আল মাহামুদ। তারা আবারও বিপিএলে অংশ নেয়ার আগ্রহ দেখিয়েছে। এই বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে একটি সূত্র।
আগেই জানা গেছে এবারের বিপিএল অনুষ্ঠিত হবে ডিসেম্বর-জানুয়ারিতে। এই আসরকে সামনে রেখে ১৭ নভেম্বর প্লেয়ার্স ড্রাফটের জন্য প্রস্তুতি নিচ্ছে বিসিবি। ধারণা করা হচ্ছে এবারের বিপিএল হতে পারে ৬ দলের। প্রতিটি দলের সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তি করতে যাচ্ছে বিসিবি।
কদিন আগে ঘটা করে বিপিএল আয়োজনের দায়িত্ব দেয়া হয়েছে আন্তর্জাতিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজিকে। প্রাথমিকভাবে তাদের সঙ্গে চার বছরের জন্য চুক্তি করছে বিসিবি। যদিও বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা গিয়েছিল তারা এবারের বিপিএলের সঙ্গে যুক্ত থাকতে চায় না।
যদিও তাদের সঙ্গে ভিন্ন একটি চুক্তির চেষ্টায় আছে বিসিবি। এদিকে বিসিবি দেশের ১০টি অঞ্চলের নামে ফ্র্যাঞ্চাইজি আহ্বান করেছে। এর মধ্যে রয়েছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেট, রংপুর, কুমিল্লা, নোয়াখালি ও ময়মনসিংহ। এবারই প্রথম নোয়াখালি ও ময়মনসিংহের নামে বিপিএলে দল কেনার সুযোগ রয়েছে।