জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক এবং ইংল্যান্ডের সফল কোচ ফ্লাওয়ার এবার লন্ডন স্পিরিটে পাচ্ছেন পুরোনো এক সঙ্গীকে। সম্প্রতি এই দলের ক্রিকেট পরিচালকের দায়িত্ব নিয়েছেন মো বোবাট, যিনি দীর্ঘদিন ইংল্যান্ড দলের সঙ্গেও যুক্ত ছিলেন।
ফ্লাওয়ার ও বোবাট একসঙ্গে কাজ করেছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে, সর্বশেষ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে তাদের প্রথম শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দুজনই। সেখানেও ফ্লাওয়ার ছিলেন কোচ, বোবাট ক্রিকেট পরিচালক।
দা হান্ড্রেডের আগের পাঁচ আসরে ট্রেন্ট রকেটসের কোচ ছিলেন ফ্লাওয়ার। তার অধীনেই ২০২২ সালে চ্যাম্পিয়ন হয় দলটি, আর এবার রানার্সআপ। এবার বোবাটের আহ্বানেই তিনি যোগ দিচ্ছেন নতুন দলে। ল্যাঙ্গারের সঙ্গে চুক্তি নবায়ন না করে বোবাটই সরাসরি রাজি করান ফ্লাওয়ারকে দায়িত্ব নিতে।
ফ্লাওয়ারকে কোচ হিসেবে পেয়ে সন্তুষ্ট বোবাট নিজেও, 'অ্যান্ডিকে নিশ্চিত করতে পেরে আমি উচ্ছ্বসিত। আমরা অতীতেও একসঙ্গে কাজ করেছি এবং লন্ডন স্পিরিটের নতুন অধ্যায়েও একসঙ্গে বিশেষ কিছু গড়ে তুলতে মুখিয়ে আছি।'
নতুন চ্যালেঞ্জে নিজেও রোমাঞ্চিত ফ্লাওয়ার। ট্রেন্ট রকেটসে পাঁচ মৌসুমের অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, 'আমি কৃতজ্ঞ সেই সময়ের জন্য। আর স্পিরিটে যোগ দিতে পেরে খুবই আনন্দিত। লর্ডসের মতো ঐতিহাসিক মাঠে, এমসিসি ও টেক টাইটান্সের সঙ্গে কাজ করার সুযোগ এক বড় সৌভাগ্য।'