শেষ বলের রোমাঞ্চে জয় পেল সাকিবের অ্যান্টিগা

সিপিএল
জিততে হলে শেষ ৬ বলে ১২ রানের সমীকরণ সামনে ছিল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের। বার্বাডোস রয়্যালসের পেসার শেরফান রাদারফোর্ট প্রথম দুটি বলই করেন ওয়াইড। ফলে ৬ বলে ১০ দরকার ছিল অ্যান্টিগার। তখনও ব্যাটিংয়ে আদ্রিস গুস ও ইমাদ ওয়াসিম। প্রথম বলটি ডিপ এক্সট্রা কাভারে ঠেলে ২ রান নেন ইমাদ। পরের বলে আবার ওয়াইড।

promotional_ad

দ্বিতীয় বৈধ বল লং অফে ঠেলে আরও দুই রান নেন ইমাদ। এরপরের দুই বলে আরও দুটি সিঙ্গেল। পঞ্চম বলে দুই রান নিতে গিয়ে রান আউট হয়ে ফেরেন ইমাদ। ফলে অ্যান্টিগার জয় নিয়ে শঙ্কা জাগে। তবে শামার স্প্রিঙ্গার শেষ বলটি ডিপ মিড উইকেটে ঠেলে দিয়ে দুই রান নিয়ে অ্যান্টিগার ৪ উইকেটের জয় নিশ্চিত করেন।


আরো পড়ুন

৫ ছক্কার ইনিংসে ইমাদ-জাঙ্গুদের প্রশংসায় ভাসছেন সাকিব

১ সেপ্টেম্বর ২৫
হাফ সেঞ্চুরির পথে সাকিব আল হাসান, ফাইল ফটো

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৮৭ রান করে বার্বাডোস। জবাব দিতে নেমে গুস একপ্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে নিয়মিত আসা যাওয়া করেছেন অ্যান্টিগার ব্যাটাররা। আমির জাঙ্গো ১৪ বলে ২৩ রান করে ফেরেন। কারিমা গোরে আউট হন মাত্র ১ রান করে।


কেভিন উইকহাম ২১ বলে ২৬ রান করে ফিরে যান। সাকিব আল হাসান আউট হয়েছেন ১২ বলে ১৫ রান করে। এর বাইরে ফ্যাবিয়েন অ্যালেন ৮ রান করে। শেষদিকে ইমাদের ১১ বলে ১৭ রানের ইনিংস অ্যান্টিগার জয়ে দারুণ অবদান রেখেছে। গুস শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৫৩ বলে ৮৫ রান করে।


এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় বার্বাডোস। তারা ৮ ওভারেই তুলে নেয় ৬০ রান। দুই ওপেনার কুইন্টন ডি কক ও ব্র্যান্ডন কিং শুরু থেকেই দেখে খেলেছেন। দশম ওভারে ওবেড ম্যকয়ের ওপর চড়াও হন কিং। প্রথম দুই বলেই দুই চার হাঁকান তিনি। তৃতীয় বলটি ডিপ কাভারে ঠেলে এক রান নিয়ে মাত্র ৩৫ বলে হাফ সেঞ্চুরিতে পৌছান কিং।


promotional_ad

এর মধ্যে দিয়ে ১৩ ইনিংস পর সিপিএলে হাফ সেঞ্চুরি পান এই ক্যারিবিয়ান ওপেনার। রান আউটে দলীয় ৯১ রানে ভাঙে বার্বাডোসের ওপেনিং জুটি। সালমান ইরশাদের অফ স্টাম্পের বাইরে লেন্থ বল এক্সট্রা কভারে ঠেলে দিয়েছিলেন ডি কক। এরপর দ্রুত রান নিতে দৌড় শুরু করেন তিনি। যদিও অপরপ্রান্ত থেকে তাকে ফিরিয়ে দেন কিং। ইমাদ ওয়াসিম দ্রুত থ্রু করলেও স্টাম্পে সরাসরি লাগাতে পারেননি। তবে জাঙ্গো বল হাতে নিয়েই স্টাম্প ভেঙে দেন।


আরো পড়ুন

এসএ টোয়েন্টির নিলামে থাকা ১৪ বাংলাদেশির তালিকা প্রকাশ

১ সেপ্টেম্বর ২৫
মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান

এরপর রান আউট নিশ্চিতের জন্য টিভি আম্পায়ারের সাহায্য নেন মাঠের আম্পায়াররা। যদিও এর আগেই ড্রেসিং রুমের দিকে হাঁটা ধরেন ডি কক। তিনি ২৮ বলে ২৭ রান করে ফিরে যান। এরপর তৃতীয় ওভার করতে এসে দুই চার ও এক ছক্কায় ১৫ রান খরচ করেন সাকিব। বেশিরভাগ রানই এসেছে কিংয়ের ব্যাট থেকে।


তৃতীয় উইকেটে আরও ৭৩ রান যোগ করেন কিং ও শেরফান রাদারফোর্ড। এই দুজনের জুটি ভেঙেছেন ওবেড ম্যাকয়। লং অন দিয়ে উড়িয়ে মারতে গিয়ে জেইডেন সিলসের হাতে ক্যাচ দিয়ে আউট হন রাদারফোর্ড। তার ব্যাট থেকে আসে ১৭ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস।


ইনিংসের ১৯তম ওভারে টানা দুই বলে দুই উইকেট তুলে নেন সালমান ইরশাদ। তিনি বিদায় করেন রভম্যান পাওয়েল ও রসি ভ্যান ডার ডাসেনকে। দুজনই বোল্ড হয়ে মাঠ ছাড়েন। এদিন ২ রানের আক্ষেপে পুড়েছেন কিং। তিনি ৬৫ বলে ৯৮ রান করে অপরাজিত থাকেন। ৭টি ছয় ও ৬টি চারে নিজের ইনিংস সাজিয়েছেন কিং।


সাকিব এদিন ৩ ওভার বোলিং করে ৩৩ রান খরচ করে উইকেটশূন্য থাকেন। ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ২ উইকেট নিয়ে অ্যান্টিগার সেরা বোলার সালমান। এর বাইরে ম্যাকয় নিয়েছেন একটি উইকেট। তবে এদিন তিনি বেশ খরুচে ছিলেন। ৪ ওভারে খরচ করেন ৪৬ রান।


সংক্ষিপ্ত স্কোর-


বার্বাডোস রয়্যালস- ১৮৭/৪ (২০ ওভার) (ডি কক ২৭, রাদারফোর্ড ২৯, কিং ৯৮*; ইরশাদ ২/১৩, সাকিব ৩/৩৩)


অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স- ১৮৮/৬ (২০ ওভার) (জাঙ্গো ২৩, গুস ৮৫*, উইকহাম ২৬, সাকিব ১৫; স্যামস ৩/২৩)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball