একইসাথে খেলোয়াড় ও কোচ হিসেবে বিদেশি লিগে যেতে চান অশ্বিন

ছবি: রবিচন্দ্রন অশ্বিন, ফাইল ফটো

৩৮ বছর বয়সেও অশ্বিনের মধ্যে ক্রিকেট দেয়ার মতো অনেক কিছুই বাকি আছে। তিনি আপাতত পরবর্তী ৩-৪ বছরের জন্য নিজেকে নতুনভাবে সাজাচ্ছেন। সেই পরিকল্পনায় রয়েছে অন্তত তিনটি বিদেশি লিগে খেলার সম্ভাবনা।
দ্য হান্ড্রেডে খেলবেন অশ্বিন, আছে বিপিএলে আসার সম্ভাবনাও
২৭ আগস্ট ২৫
লিগগুলো হচ্ছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি), ইংল্যান্ডের দ্য হানড্রেড এবং সংযুক্ত আরব আমিরাতের আইএলটি-টোয়েন্টি বা সাউথ আফ্রিকার এসএ-টোয়েন্টি।
যদিও চলতি বছর এসএ-টোয়েন্টিতে খেলা সম্ভব নয় বলেই মনে হচ্ছে। কারণ এই লিগের সব ক্রিকেটারই ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়ে গেছে। নীতিমালার বাইরে থেকে ‘ডাইরেক্ট সাইনিং’ করার সুযোগ থাকলেও সেসবও প্রায় সম্পন্ন বলে জানা গেছে। এ ছাড়া ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নিলামের জন্য খেলোয়াড় তালিকাও চূড়ান্ত।

কোচিংয়ের সুযোগ পেলে লুফে নিতে চান পূজারা
২২ ঘন্টা আগে
আইএলটি-টোয়েন্টিতে অশ্বিনের খেলার সুযোগ কিছুটা বেশি। ছয়টির মধ্যে পাঁচটি দলই ভারতীয় মালিকানাধীন। তার মতো অভিজ্ঞ খেলোয়াড়কে দলে নিতে তারা আগ্রহী থাকবে বলেই ধারণা। এই লিগের নিলাম হবে ৩০ সেপ্টেম্বর। এই লিগে দলগুলো একজন করে ক্রিকেটার নিলাম ও বাজেটের বাইরে থেকে যুক্ত করতে পারবে।
ইতোমধ্যে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশসহ বিভিন্ন লিগ থেকেই যোগাযোগ হয়েছে অশ্বিনের সঙ্গে। আইপিএল ছাড়ার ঘোষণার পরই তার প্রতি আগ্রহ বেড়েছে। খেলোয়াড় এবং কোচ হিসেবে তার স্কিল এবং বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি তাকে আলাদা জায়গায় রাখে।
অবসরের পর ধারাভাষ্য থেকে শুরু করে ক্রিকেট প্রশাসন- সবখানেই তার সম্ভাবনা রয়েছে। এমনকি আইপিএলের রিটেনশন সংক্রান্ত কিছু ব্যতিক্রমী পরামর্শেও তার পরোক্ষ ভূমিকা ছিল বলে ধারণা করা হয়। অশ্বিন আপাতত খেলোয়াড় হিসেবে নিজের ক্যারিয়ার আরও কিছুদিন টেনে নেয়ার পরিকল্পনায় আছেন।
ক্রিকবাজকে অশ্বিন তার ভবিষ্যৎ পরিকল্পনা খোলাসা করেননি। শুধু বলেছেন, 'আমি আমার শেষ কয়েকটা বছর উপভোগ করতে চাই, আশা করি কারো কোনো বিচার ছাড়াই। আমি আমার মতো করে জীবনটা কাটাতে চাই।'