
প্রথমবারের মতো সিপিএলে নাম লেখালেন রিজওয়ান
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরের বাকি অংশের জন্য সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসে যোগ দিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। পেসার ফজলহক ফারুকির পরিবর্তে দলে এসেছেন পাকিস্তানের এই উইকেটরক্ষক।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরের বাকি অংশের জন্য সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসে যোগ দিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। পেসার ফজলহক ফারুকির পরিবর্তে দলে এসেছেন পাকিস্তানের এই উইকেটরক্ষক।
দুই মৌসুম পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ফেরার ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি সাকিব আল হাসান। আফগানিস্তানের স্পিনার ওয়াকার সালামখিলকে ছক্কা মারতে গিয়ে ১৬ বলে ১১ রান করে ফিরেছেন বাংলাদেশের অলরাউন্ডার। ব্যাটিংয়ে ব্যর্থ হওয়া সাকিব বোলিংয়ে এক ওভারের বেশি পাননি। নিজের একমাত্র ওভারে ৬ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি। সাকিবের এমন পারফরম্যান্সের দিনে ৬ উইকেটে হেরেছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স। ২০২১ সালের ফাইনালের পর ঘরের মাঠে জিতল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।