ব্যাটে-বলে বিবর্ণ সাকিব, দুবাইয়ের বড় হার

ছবি: দুবাইয়ের জার্সিতে সাকিব আল হাসান

জবাবে খেলতে নেমে ৩ ওভার আগেই বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে হোবার্ট হারিকেন্স। শুরুতে ভানুকা রাজাপাকশেকে হারালেও দারুণ ব্যাটিং করেছেন বেন ম্যাকডারমট ও ম্যাকএলিস্টার রাইট। ম্যাকডারমট আউট হয়েছেন ৪৮ রান করে। যদিও হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন রাইট। তিনি ৪৭ বলে ৫০ রান করে আউট হয়েছেন।
‘সাকিবরা জানে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়’
৩৪ মিনিট আগে
এ ছাড়া জ্যাক ডোরান অপরাজিত ২৩ রানের ইনিংস খেলে হোবার্টের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন। দুবাইয়ের হয়ে সাকিব ৩৪ রান খরচ করলেও কোনো উইকেটের দেখা পাননি। প্রথম দুই ওভারে সাকিব ১০ রান করে খরচ করেন। এরপর তৃতীয় ওভারে তিনি ৫ রান দেন। আর শেষ ওভারে সাকিব ৯ রান খরচ করেছেন।
সাকিব উইকেট না পেলেও একটি করে উইকেট নিয়েছেন রোহান মোস্তফা, কাইস আহমেদ ও আরায়ামান ভার্মা। তবে কেউই পার্থক্য গড়ে দিতে পারেননি। ফলে হার মেনে নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের। এর আগে দুবাই ক্যাপিটালসের বিপক্ষে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় হোবার্ট হারিকেন্স।

ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় দুবাই। তারা ৪৮ রানের মধ্যে হারায় ৩ উইকেট। ওপেনার সেদিকউল্লাহ অটলের ব্যাট থেকে আসে ১১ বলে ২৫ রান। মোস্তফা আউট হন ১২ রান করে। ১২ রান আসে নিরোশান ডিকওয়েলার ব্যাট থেকে। সাকিবও থিতু হতে পারেননি।
খালেদের তোপে গায়ানাকে হারিয়ে জিএসএল শুরু রংপুরের
১১ জুলাই ২৫
মোহাম্মদ নবিকে সামনে পেয়ে লং অনের উপর দিয়ে ছক্কা মারেন বাঁহাতি এই ব্যাটার। এক বল পর এক্সট্রা কভারের উপর দিয়ে ছক্কা মারার চেষ্টায় জেইক দুরানের হাতে ক্যাচ দিয়েছেন সাকিব। বিগ ব্যাশের চ্যাম্পিয়নদের বিপক্ষে বাংলাদেশের সাবেক অধিনায়ক আউট হয়েছেন ১০ বলে ৭ রান করে। এরপর বৃষ্টির কারণে বেশ খানিক্ষণ বন্ধ থাকে খেলা।
বৃষ্টির পর আবারও খেলা শুরু হলেও ছন্দ ফিরে পায়নি দুবাই। নিয়মিত বিরতিতে তারা উইকেট হারিয়েছে। ১৪ রান করে কাদিম আলিয়েন আউট হয়ে যান। অধিনায়ক গুলবাদিন নাইবের ব্যাট থেকে আসে ২৭ বলে ৩১ রান। জেসে বোটান আউট হয়েছেন ১৮ বলে ১৮ রান করে। শেষদিকে ডমিনিক ড্রাকেসের ৯ বলে ১১ ও আরায়ামান ভার্মার ৬ বলে ৫ রানে ১৪০ পেরোতে পারে দিল্লি। ২ রান করে অপরাজিত ছিলেন কাইস আহমেদ।