২৬ ডিসেম্বর শুরু এসএ২০

ছবি: ফাইল ছবি

এমআই কেপটাউন ও ডারবান সুপার জায়ান্টসের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এসএ২০ লিগের। বক্সিং ডেতে নিউল্যান্ডে হওয়া সেই ম্যাচ দিয়ে ছুটির মৌসুম উদযাপন করবে সাউথ আফ্রিকা। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে থাকছে ডাবল হেডার। সেঞ্চুরিয়নে দুপুর এক টায় প্রিটোরিয়া ক্যাপিটালসের বিপক্ষে খেলবে জোবার্গ সুপার কিংস। সন্ধ্যায় পার্ল রয়্যালসের প্রতিপ্রক্ষ সানরাইজার্স ইস্টার্ন ক্যাপ।
প্রিটোরিয়ার কোচ হলেও আফগানিস্তানের দায়িত্বেই থাকছেন ট্রট
১০ ডিসেম্বর ২৪
ডাবল হেডার ম্যাচ দিয়ে ৩১ ডিসেম্বর উদযাপন করবে সাউথ আফ্রিকা। সেন্ট জর্জ পার্কে দুপুরে পার্লের বিপক্ষে খেলবে দুইবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স। একইদিন সন্ধ্যা ৫ টা ৩০ মিনিটে এমআই কেপটাউনের প্রতিপক্ষ প্রিটোরিয়া ক্যাপিটালস। ২০২৬ সালের শুরুটা হচ্ছে জোবার্গ সুপার কিংস ও ডারবান সুপার জায়ান্টসের ম্যাচ দিয়ে।

‘রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য’, মুল্ডারকে লারা
১৯ ঘন্টা আগে
লিগ কমিশনার গ্রায়েম স্মিথের বিশ্বাস, ছুটির মৌসুমটা তারা কাজে লাগাতে পারবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এসএ২০ লিগের চতুর্থ আসরটা অনন্য হবে। আমরা উৎসবের মৌসুম এবং স্কুলের ছুটির দিনকে সবচেয়ে বেশি উপভোগ্য করার জন্য আমরা সাবধানতার সঙ্গে সূচির পরিকল্পনা করেছি। আমরা চাই আমাদের এবারের উইন্ডো ছুটির মৌসুমের উদযাপনের অংশ হোক।’
২৬ ডিসেম্বর শুরু হওয়া এসএ২০ লিগের ফাইনাল হবে ২৫ জানুয়ারি। এর আগে ২১ জানুয়ারি কোয়ালিফায়ার—ওয়ান, ২২ জুন এলিমিনেটর এবং ২৩ জুন হবে কোয়ালিফায়ার-টু। নক আউট পর্বের ম্যাচের ভেন্যুগুলো পরবর্তীতে জানাবে লিগ কর্তৃপক্ষ। টুর্নামেন্ট শুরুর আগে আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এসএ২০ লিগের নিলাম।
<img src ='/public/storage/inside_article/images/kpl29zjio.webp'>