২৬ ডিসেম্বর শুরু এসএ২০

ফাইল ছবি
চলতি বছরের ২ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির আগামী আসর। সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগের ফাইনাল হবে ৪ জানুয়ারি। সবশেষ তিন মৌসুমের মতো একই সময়ে অনুষ্ঠিত হবে সাউথ আফ্রিকার এসএ২০ লিগ। চলতি বছরের ২৬ ডিসেম্বর শুরু হওয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ফাইনাল ২০২৬ সালের ২৫ জানুয়ারি।

promotional_ad

এমআই কেপটাউন ও ডারবান সুপার জায়ান্টসের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এসএ২০ লিগের। বক্সিং ডেতে নিউল্যান্ডে হওয়া সেই ম্যাচ দিয়ে ছুটির মৌসুম উদযাপন করবে সাউথ আফ্রিকা। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে থাকছে ডাবল হেডার। সেঞ্চুরিয়নে দুপুর এক টায় প্রিটোরিয়া ক্যাপিটালসের বিপক্ষে খেলবে জোবার্গ সুপার কিংস। সন্ধ্যায় পার্ল রয়্যালসের প্রতিপ্রক্ষ সানরাইজার্স ইস্টার্ন ক্যাপ।


আরো পড়ুন

প্রিটোরিয়ার কোচ হলেও আফগানিস্তানের দায়িত্বেই থাকছেন ট্রট

১০ ডিসেম্বর ২৪
সংগৃহীত

ডাবল হেডার ম্যাচ দিয়ে ৩১ ডিসেম্বর উদযাপন করবে সাউথ আফ্রিকা। সেন্ট জর্জ পার্কে দুপুরে পার্লের বিপক্ষে খেলবে দুইবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স। একইদিন সন্ধ্যা ৫ টা ৩০ মিনিটে এমআই কেপটাউনের প্রতিপক্ষ প্রিটোরিয়া ক্যাপিটালস। ২০২৬ সালের শুরুটা হচ্ছে জোবার্গ সুপার কিংস ও ডারবান সুপার জায়ান্টসের ম্যাচ দিয়ে।


promotional_ad



আরো পড়ুন

‘রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য’, মুল্ডারকে লারা

১৯ ঘন্টা আগে
ব্রায়ান লারা (বামে) ও উইয়ান মুল্ডার (ডানে), ফাইল ফটো

লিগ কমিশনার গ্রায়েম স্মিথের বিশ্বাস, ছুটির মৌসুমটা তারা কাজে লাগাতে পারবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এসএ২০ লিগের চতুর্থ আসরটা অনন্য হবে। আমরা উৎসবের মৌসুম এবং স্কুলের ছুটির দিনকে সবচেয়ে বেশি উপভোগ্য করার জন্য আমরা সাবধানতার সঙ্গে সূচির পরিকল্পনা করেছি। আমরা চাই আমাদের এবারের উইন্ডো ছুটির মৌসুমের উদযাপনের অংশ হোক।’


২৬ ডিসেম্বর শুরু হওয়া এসএ২০ লিগের ফাইনাল হবে ২৫ জানুয়ারি। এর আগে ২১ জানুয়ারি কোয়ালিফায়ার—ওয়ান, ২২ জুন এলিমিনেটর এবং ২৩ জুন হবে কোয়ালিফায়ার-টু। নক আউট পর্বের ম্যাচের ভেন্যুগুলো পরবর্তীতে জানাবে লিগ কর্তৃপক্ষ। টুর্নামেন্ট শুরুর আগে আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এসএ২০ লিগের নিলাম।


<img src ='/public/storage/inside_article/images/kpl29zjio.webp'>



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball