গ্লোবাল সুপার লিগে রংপুরের হয়ে খেলবেন ওমরজাই

ছবি: ফাইল ছবি

২০২৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুরের হয়ে খেলেছিলেন ওমরজাই। সেই মৌসুমে ১১ ম্যাচে ব্যাটিংয়ে ৯৮ রান করার পাশাপাশি বোলিংয়ে নিয়েছিলেন ১৫ উইকেট। এমন পারফরম্যান্সে ২০২৪ বিপিএলেও রংপুরের জার্সিতেই খেলেছিলেন তিনি। সেবার ৫ উইকেট নেয়া পেস বোলিং অলরাউন্ডার ১৪৫.৬৩ স্ট্রাইক রেটে ১৫০ রান করেছিলেন ৭ ম্যাচে। তবে পরের আসরে রংপুরের হয়ে বিপিএল খেলতে আসেননি।
দেশের পরিস্থিতি বিবেচনায় সাকিবকে দলে নেয়নি রংপুর
২৯ জুন ২৫
চলতি বছর বিপিএলের পরিবর্তে এমআই কেপটাউনের হয়ে সাউথ আফ্রিকার এসএ২০ লিগে খেলেছিলেন। বিপিএলে না হলেও রংপুরের জার্সিতে ওমরজাই ফিরেছেন গ্লোবাল সুপার লিগে। ওমরজাই ছাড়াও রংপুরের হয়ে খেলবেন খেলবেন কাইল মেয়ার্স, তাবরাইজ শামসি, ইব্রাহিম জাদরান, ইফতেখার আহমেদ, আকিফ জাভেদ, হারমিত সিং, খাওয়াজা নাফের মতো বিদেশি ক্রিকেটাররা।

অধিনায়ক নুরুল হাসান সোহানের সঙ্গে দেশি ক্রিকেটার হিসেবে আছেন সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসান, রাকিবুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি এবং খালেদ আহমেদ। রংপুরের পাশাপাশি নতুন করে বিদেশি ক্রিকেটার নিয়েছে হোবার্ট হারিকেন্সও। বিগ ব্যাশের চ্যাম্পিয়নদের হয়ে খেলবেন উসামা মীর, ভানুকা রাজাপাকশে ও ফ্যাবিয়েন অ্যালেন।
ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে রশিদ-আজমতউল্লাহ
১২ জুন ২৫
গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরে খেলবেন সাকিব আল হাসানও। বাংলাদেশের সাবেক অধিনায়ককে দেখা যাবে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালসের জার্সিতে। যদিও রংপুরের হয়ে খেলার কথা ছিল সাকিবের। তবে স্কোয়াডে শামসি ও হারমিতের মতো দুজন বাঁহাতি স্পিনার থাকায় তাকে দলে নেয়নি বর্তমান চ্যাম্পিয়নরা। ১০ জুলাই শুরু হওয়া জিএসএলের ফাইনাল হবে ১৮ জুলাই।
রংপুর রাইডার্স— নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসান, রাকিবুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি, কাইল মেয়ার্স, তাবরাইজ শামসি, ইব্রাহিম জাদরান, ইফতেখার আহমেদ, আকিফ জাভেদ, হারমিত সিং, খাওয়াজা নাফে, আজমতউল্লাহ ওমরজাই এবং খালেদ আহমেদ।