বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ ডাকের মালিক বনে গেলেন সাকিব

ছবি: বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ডাকের মালিক বনে গেলেন সাকিব আল হাসান, ফাইল ফটো

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে এসে পরপর দুটি ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন সাকিব। এর ফলে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ৩২ বার শূন্যতে ফেরার রেকর্ড এখন তার দখলে। আগের রেকর্ডটি ছিল সৌম্য সরকারের, যিনি ৩১ বার শূন্য রানে আউট হয়েছেন।
রিশাদের স্পিন আর আফ্রিদির পেসে ইসলামাবাদকে উড়িয়ে ফাইনালে লাহোর
১৯ ঘন্টা আগে
দীর্ঘ বিরতির পর ক্রিকেটে ফেরার ম্যাচে গত রোববার প্রথম বলেই সাজঘরে ফিরেছিলেন সাকিব। শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে আবারও শূন্যতে ফেরেন তিনি। আউট হন দুই বলেই। ম্যাচ পরিস্থিতি বিবেচনায় তিনি দ্রুত রান নিতে গিয়ে আউট হন, তবে পরিসংখ্যানে শুধু যুক্ত হয়েছে ‘০’।

এই তালিকায় সাকিবের পর সৌম্য সরকার ছাড়াও রয়েছেন ইমরুল কায়েস (২২), তামিম ইকবাল (২০) ও মুশফিকুর রহিম (১৯)। তবে সাকিব খেলেছেন ৪১০ টি-টোয়েন্টি ইনিংস, যা বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। অপরদিকে দুইয়ে থাকা সৌম্য খেলেছেন ২৩২ ইনিংস।
বিশ্ব ক্রিকেটে অবশ্য এই রেকর্ডের শীর্ষে রয়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনিল নারিন, যার শূন্য রানে আউট হওয়ার সংখ্যা ৪৮। এরপর আছেন রশিদ খান (৪৫), অ্যালেক্স হেলস (৪৪), রাইলি রুশো (৩৫), গ্লেন ম্যাক্সওয়েল, জেসন রয় ও পল স্টার্লিং (৩৩ বার করে)।