চাহারের পরিকল্পনাতেই ‘ধরা পড়েছেন’ বৈভব

ফ্র্যাঞ্চাইজি লিগ
চাহারের পরিকল্পনাতেই ‘ধরা পড়েছেন’ বৈভব
শূন্য রানে ফিরছেন বৈভব সূর্যবংশি, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করে চমকে দিয়েছিলেন ১৪ বছরের বৈভব সূর্যবংশি। এবার ধাক্কা খেলেন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। বৃহস্পতিবার মাত্র ২ বলে শূন্য রানে ফিরতে হল তাকে। রাজস্থান রয়্যালসের ইনিংসের শুরুতেই। দীপক চাহারের পরিকল্পনায় থামতে হয় বৈভবকে।

মুম্বাইয়ের পেসার দীপক চাহার ম্যাচের পরে জানান, গুজরাটের বিপক্ষে বৈভবের ইনিংস দেখেই তিনি পরিকল্পনা তৈরি করেন। শুরু থেকেই বড় শট খেলার প্রবণতা থাকায় মন্থর গতির বলেই তাকে ফাঁদে ফেলা হয় এবং তাতেই পা দেন বৈভব।

চাহার বলেন, 'গুজরাটের বিপক্ষে দুর্দান্ত একটা ইনিংস খেলেছিল বৈভব। প্রতিটা ব্যাটারের খেলার একটা ধরন থাকে। কোনও জায়গায় সে খুব শক্তিশালী হয়, কোথাও দুর্বল। বোলার হিসেবে আমার দায়িত্ব দুর্বল জায়গাটা খুঁজে বার করা। আমরা সব ব্যাটারের জন্যই সেই পরিকল্পনা করি। কখনও সেটা কাজে লাগে, কখনও লাগে না। এই ম্যাচে কাজে লেগেছে।'

এই ম্যাচে টস জিতে রাজস্থানকে ফিল্ডিংয়ে পাঠান অধিনায়ক রিয়ান পরাগ। মুম্বাইয়ের দুই ওপেনার রোহিত শর্মা (৫৩) ও রায়ান রিকেলটন (৬১) মিলে গড়েন ১১৬ রানের শক্ত ভিত। এরপর হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদবের দুজনই ৪৮ রান করে অপরাজিত থেকে দলকে নিয়ে যান ২১৭ রানে।

বিশাল রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় রাজস্থান। ওপেনার বৈভব ফেরেন দ্বিতীয় বলেই। এরপর একের পর এক উইকেট পড়ে যেতে থাকে। গোটা ইনিংসে কেউই দাঁড়াতে পারেননি।

রাজস্থান গুটিয়ে যায় মাত্র ১১৭ রানে। ১০০ রানের বড় ব্যবধানে হেরে যায় তারা। মুম্বাইয়ের বিপক্ষে হেরে আসরে অবশ্য ইতোমধ্যেই প্লে অফের রাস্তা থেকে ছিটকে গেছে রাজস্থান।

আরো পড়ুন: বৈভব সূর্যবংশি