promotional_ad

‘ব্যর্থতা নিয়ন্ত্রণ করতে পারলেই বৈভব সফল হবেন’, ভবিষ্যদ্বাণী শাস্ত্রীর

এখন পর্যন্ত দুই ম্যাচে খেলেছেন বৈভব সূর্যবংশি, ফাইল ফটো
বয়স ভিত্তিক ক্রিকেটে চোখধাঁধানো কিছু ইনিংস খেলে গত নভেম্বরে আইপিএলের মেগা নিলামে জায়গা পান বৈভব সূর্যবংশি। চলতি আইপিএলে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলেছেন তিনি। স্বল্প পরিসরে আলো ছড়িয়েছেন দুটিতেই। তবে বৈভবকে নিয়ে বেশি মাতামাতি করতে নারাজ রবি শাস্ত্রী। ভারতের সাবেক কোচের মতে, সফল বা ব্যর্থতা মাথায় না নিয়ে এখন তাকে শুধুই খেলতে দেয়া উচিত।

promotional_ad

বৈভবের ভিত্তি মূল্য ছিল ৩০ লাখ রুপি। নিলামের টেবিলে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে রীতিমতো লড়াই করে এক কোটি ১০ লাখ রুপিতে তাকে দলে নেয় রাজস্থান রয়্যালস। আইপিএল ইতিহাসে নিলামে দল পাওয়া সবচেয়ে কম বয়সী ক্রিকেটার বনে যান বৈভব।


আরো পড়ুন

‘আইপিএলে লম্বা সময় খেলতে হলে কোহলিকে অনুসরণ করো’, বৈভবকে শেবাগ

২৬ এপ্রিল ২৫
বিরেন্দর শেবাগ (বামে), বৈভব সূর্যবংশি (ডানে), ফাইল ফটো

আসরের প্রথম ভাগে সুযোগ না পেলেও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে সুযোগ পান তিনি। ১৮১ রানের লক্ষ্য তাড়ায় ওপেনিংয়ে নেমে তিনটি ছক্কা ও দুটি চারে ২০ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলেন। আইপিএল অভিষেকের প্রথম বলেই হাঁকান ছক্কা।


promotional_ad

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষেও বৈভবকে সুযোগ দেয় দল। বেঙ্গালুরুতে ২০৬ রানের লক্ষ্য তাড়ায় সেদিন দুই ছক্কায় ১২ বলে ১৬ রান করেন তিনি। অল্প বয়সে বেশি খ্যাতি পেয়ে যাওয়া বৈভবকে নিয়ে চিন্তিত শাস্ত্রী। ভারতের সাবেক ক্রিকেটারের মতে, ছোটো বয়সে সফলতা থেকে ব্যর্থতাই বেশি থাকবে বৈভবের। এটা নিয়ন্ত্রণ করে সামনে এগিয়ে যেতে পারলেই বড় ক্রিকেটার হবেন তিনি।


আরো পড়ুন

বাংলাদেশ বিপদে ফেললেও শাস্ত্রীর কাছে ভারত-পাকিস্তানই এগিয়ে

১৪ ফেব্রুয়ারি ২৫
চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একই গ্রুপে ভারত ও পাকিস্তান, ফাইল ছবি

শাস্ত্রী বলেন, 'তার বয়স কম এবং তার জন্য ব্যর্থ হওয়া এবং নিজের পায়ে ঘুরে দাঁড়াতে শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে দারুণ এক বিস্ফোরক ব্যাটসম্যান এবং যদি সে তার পুরো ক্যারিয়ার জুড়ে একই আত্মবিশ্বাস বজায় রাখে তবে তার ভবিষ্যৎ দুর্দান্ত হবে।


আমার মনে হয় সে যে প্রথম শটটি (ছক্কা) খেলেছিল, তাতে সবারই দম বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু সে তরুণ, তাই আমি বলব তাকে একটু খেলতে দিন। কারণ এই বয়সে সে অনেকবার ব্যর্থ হতে থাকবে। এখন দেখার বিষয় কীভাবে সে এই ব্যর্থতা মোকাবেলা করে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball