২০২৭ সালে নিউজিল্যান্ডেও আসছে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ

ছবি: ২০২৭ সালে নিউজিল্যান্ডেও আসছে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ

সম্প্রতি নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) জানিয়েছে যে তারা আমেরিকান কোম্পানি ট্রু নর্থ স্পোর্টস ভেঞ্চারস (টিএনএস)-এর সঙ্গে চুক্তি করেছে। ২০২৭ মৌসুমে নতুন একটি মেজর লিগ ক্রিকেট (এমএলসি) ফ্র্যাঞ্চাইজি নিউজিল্যান্ডে আত্মপ্রকাশ করবে।
হেনরি-কনওয়ের সৌজন্যে সহজ জয় পেল নিউজিল্যান্ড
১৯ জুলাই ২৫
বর্তমানে মেজর লিগ ক্রিকেট (এমএলসি) হচ্ছে যুক্তরাষ্ট্রে। এবার সেরকম একটি ফ্র্যাঞ্চাইজি লিগ চলবে নিউজিল্যান্ডের মাটিতেও। সেখানেও নিউজিল্যান্ডের ঘরের ক্রিকেটারদের আধিক্য থাকবে, খেলতে দেখা যাবে বাইরের তারকা ক্রিকেটারদেরও।

সংস্থাটির প্রধান নির্বাহী স্কট উইনিঙ্ক এক বিবৃতিতে বলেন, 'বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রসারের সাথে সাথে আমাদের এমন কৌশলগত সুযোগ কাজে লাগাতে হবে, যা আমাদের ক্রিকেট নেটওয়ার্কের স্থায়িত্ব নিশ্চিত করে। এটি আমাদের আয়ের পথকে বৈচিত্র্যময় করে, বিশ্বব্যাপী ব্র্যান্ড ও ভক্তসংখ্যা বাড়ায় এবং খেলোয়াড় ও কোচদের জন্য নতুন প্রতিভা গঠনের ও ধরে রাখার পথ সৃষ্টি করে।'
ওয়াশিংটনকে হারিয়ে এমআই নিউ ইয়র্কের ঘরে মেজর লিগের শিরোপা
১৪ জুলাই ২৫
এনজেডসি তাদের বিবৃতিতে আরো জানিয়েছে, এটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পূর্ণ সদস্য এবং একটি পেশাদার ক্রিকেট লিগের ফ্র্যাঞ্চাইজির মধ্যে "প্রথমবারের মতো" এমন চুক্তি হবে। টুর্নামেন্টটিতে উচ্চমানের পারফরম্যান্স ও অপারেশনাল সহায়তা দেবে এনজেডসি—যার মধ্যে কোচিং, ব্যবস্থাপনা ও সাপোর্ট স্টাফ অন্তর্ভুক্ত থাকবে।
বর্তমানে এমএলসিতে ছয়টি দল রয়েছে: লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো, সিয়াটল, টেক্সাস এবং ওয়াশিংটন ডিসি-তে। ২০২৭ সালের মধ্যে এই সংখ্যা আটে এবং ২০৩১ সালের মধ্যে দশে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে।