রিশাদের অনবদ্য পারফরম্যান্স দেখে বিলিংসের মনে পড়ছে রশিদকে

ছবি: রিশাদের অনবদ্য পারফরম্যান্স দেখে বিলিংসের মনে পড়ছে রশিদকে, ফেসবুক থেকে নেয়া

লাহোর কালান্দার্সের হয়ে প্রথম ম্যাচে ডাগআউটে বসে থাকেন রিশাদ। সেই ম্যাচে হারে লাহোর। পরের ম্যাচে পেস বোলিং অলরাউন্ডার ডেভিড ভিসের জায়গায় খেলে বাজিমাত করেন রিশাদ। নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় ম্যাচেও বাজিমাত করেন তিনি।
‘আমার বাংলাদেশি ভাই কোথায়? আমি তোমাকে ভালোবাসি রিশাদ’
২ ঘন্টা আগে
মঙ্গলবার নিজের প্রথম ওভারেই দুই উইকেট শিকার করেন রিশাদ। ২২ বছর বয়সী এই লেগ স্পিনার ইতোমধ্যেই চলতি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি বনে গিয়েছেন। তার মাথায় এখন শোভা পাচ্ছে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটের স্বীকৃতি ‘ফাজাল মেহমুদ ক্যাপ।’

আইপিএল ও আন্তর্জাতিক সূচির কারণে দুই মৌসুম ধরে পিএসএল খেলা হচ্ছে না রশিদের। এমন অবস্থায় রশিদের অভাব পূরণ করার জন্যেই রিশাদকে দলে ভিড়িয়েছে লাহোর। আর এই সিদ্ধান্ত ঠিকই ছিল বলে মনে করছেন দলটির টপ অর্ডার ব্যাটার বিলিংস।
আবারও রিশাদের ৩ উইকেট, লাহোরের বড় জয়
১৫ ঘন্টা আগে
ম্যাচ শেষে বিলিংস বলেন, 'রিশাদের কথা অবশ্যই বলতেই হবে, তরুণ একটি ছেলে এখানে এসে যেভাবে বোলিং করছে… তার বোলিং আমি সরাসরি দেখছি এই প্রথম, তার সঙ্গে খেলছি প্রথমবার… অবিশ্বাস্যরকমের আকর্ষণীয় সে।'
'খেলাটির এই সংস্করণে রিস্ট স্পিন খুবই গুরুত্বপূর্ণ। কারণ, মাঝের ওভারগুলোয় এটিই উইকেট শিকারের একটি উপায়। সে (রিশাদ) অসাধারণ। সবশেষবার আমি যখন এখানে ছিলাম, মাঝের ওভারগুলোর জন্য আমাদের দলে ছিল রশিদ খান এবং পেস আক্রমণকে দারুণভাবে সহায়তা করেছিল তা। এবার সে (রিশাদ) দলে দারুণ প্রভাব রাখছে এবং ভালো লাগছে যে, পেসাররাও তাদের সম্ভাবনার সবটুকু কাজে লাগাচ্ছে।'