আইপিএল শেষ ফার্গুসনের

ছবি: চোট পাওয়ার পর ফার্গুসন, আইপিএল

মঙ্গলবার তারা মুল্লানপুরে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে। এই ম্যাচের আগে দলটির পেস বোলিং কোচ ফার্গুসনের চোটের অবস্থার কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন ফার্গুসন অনির্দিষ্টকালের জন্য ছিটকে গেছেন। টুর্নামেন্টের শেষের দিকেও তাকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না ফার্গুসনের, বদলি জেমিসন
১৮ ফেব্রুয়ারি ২৫
হোপস বলেন, 'ফার্গুসন অনির্দিষ্টকালের জন্য বাইরে চলে গেছেন এবং টুর্নামেন্টের শেষের দিকে তাকে ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম বলেই আমি মনে করি। আমার ধারণা আঘাতটি বেশ গুরুতর।'

১১১ রান করেও চাহালের ঘূর্ণিতে ম্যাচ জিতল পাঞ্জাব
৫ ঘন্টা আগে
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফি দলেও ছিলেন না ৩৩ বছর বয়সী এই পেসার। যদিও সেই চোট কাটিয়ে আইপিএলে খেলতে এসেছিলেন তিনি। চলতি আইপিএলে বল হাতে দারুণ পারফর্ম করছিলেন ফার্গুসন। এই মৌসুমে পঞ্জাবের হয়ে চার ম্যাচ খেলে পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন।
ফার্গুসনের বদলি হিসেবে অস্ট্রেলিয়ান পেসার জেভিয়ার বার্টলেট অথবা আফগান আজমতউল্লাহ ওমরজাইকে একাদশে দেখা যেতে পারে। তাদের হাতে দেশি বিকল্প ক্রিকেটারও রয়েছে। বিজয়কুমার বিশাক এবং যশ ঠাকুর দলটির পেস বোলিং আক্রমণে যোগ হতে পারেন।