promotional_ad

কীভাবে ছক্কা মারি এই প্রশ্নটা লক্ষবার শুনেছি: পুরান

আসরে সবচেয়ে বেশি রান এখন নিকোলাস পুরানের, ফাইল ফটো
চলতি আইপিএলে ব্যাট হাতে একের পর এক ঝড়ো ইনিংস খেলছেন নিকোলাস পুরান। তার দাপুটে ইনিংসে গতকালের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ম্যাচ শেষে সহজাত ভঙ্গিমায় ছক্কা হাঁকানোর কৌশল আবারো বর্ণনা করেন পুরান।

promotional_ad

এবারের আইপিএলে ফর্মের তুঙ্গে আছেন পুরান। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৩০ বলে ৭৫ রানের পরের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ২৬ বলে ৭০ রান করেন তিনি। তৃতীয় ম্যাচে পাঞ্জাব কিংসর বিপক্ষে করেন ৩০ বলে ৪৪ রান। এরপর মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ব্যর্থ হন তিনি।


আরো পড়ুন

মার্করাম-পুরানের হাফ সেঞ্চুরির পর লক্ষ্ণৌকে জেতালেন বাদনি

১২ এপ্রিল ২৫
হাফ সেঞ্চুরির পথে এইডেন মার্করাম ও নিকোলাস পুরান

সেই ম্যাচে পুরান করেন ছয় বলে ১২ রান। আর গতকাল কলকাতার ইডেনে তার ব্যাটে আসে ৩৬ বলে ৮৭ রানের ইনিংস। সবমিলিয়ে পাঁচ ইনিংসে ৭২ গড়ে ২৮৮ রান আসে পুরানের ব্যাটে, স্ট্রাইক রেট ২২৫। তার চাইতে বেশি রান নেই কারো। আসরে একন পর্যন্ত ২৫টি চার ও ২৪টি ছক্কা হাঁকিয়েছেন এই ক্যারিবিয়ান।


গতকালের ম্যাচ শেষে পুরান বলেন, ‘আমাকে কয়েক লক্ষবার এই প্রশ্নটা (কিভাবে ছক্কা মারি) করা হয়েছে। কোনো রহস্য নেই। আমি প্রচুর অনুশীলন করি। ম্যাচে আমাকে যা যা করতে দেখেন, সব কিছুই অনুশীলন করি। আইপিএলে ভাল ফর্মে রয়েছি। বল বুঝে খেলার চেষ্টা করছি। আর কিছুই নয়।’


promotional_ad

‘খেলার পরিস্থিতি বোঝা গুরুত্বপূর্ণ। ওদের পেসাররা ফুল লেংথে বল করছিল। স্টাম্পের বাইরে বল করছিল। কখনও কখনও খাটো লেংথের বল করছিল। স্পিনারদের বলগুলোও সোজা আসছিল। আসলে পিচের চরিত্র আমাদের সুবিধা করে দিয়েছে। এই প্রতিযোগিতায় এখনও পর্যন্ত ইডেনেই আমরা সবচেয়ে ভালো করলাম।’ 


আরো পড়ুন

চোট কাটিয়ে লক্ষ্ণৌ দলে ফিরছেন মায়াঙ্ক

১৪ এপ্রিল ২৫
লক্ষৌয়ের জার্সিতে মায়াঙ্ক যাদব, আইপিএল

ম্যাচে ৪৮ বলে ৮১ রান করেন মিচেল মার্শ। পুরানের সঙ্গে দ্রুত সময়ে ৭১ রানের জুটি গড়েন এই অস্ট্রেলিয়ান। যার কারণে তিন উইকেটে ২৩৮ রান করে স্কোরবোর্ডে বিশাল এক সংগ্রহ দাঁড় করাতে পারে লক্ষ্ণৌ।


মার্শের প্রশংসায় পুরান বলেন, ‘মিচেল মার্শ আমার কাজ সহজ করে দিয়েছে। আমাদের মধ্যে দারুণ একটা জুটি হল। আমাদের দলে কেউ নিজের মতো করে ভাবছে না। সবাই দলের জন্য খেলছে। আমাদের ব্যাটিং নিয়ে আমি খুশি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball