‘নোটবুক সেলিব্রেশন’ করে দিগ্বেশের শাস্তি

ছবি: দিগ্বেশ সিংয়ের নোটবুক সেলিব্রেশন

ঘটনাটি পঞ্জাব কিংসের ইনিংসের তৃতীয় ওভারের শেষের দিকে। দিগ্বেশের একটি শর্ট এবং ওয়াইড ডেলিভারিতে প্রিয়াংশ আর্য পুল করতে গিয়ে টপএজ হন। মিড অনে দৌড়ে এসে সেই ক্যাচ নেন শার্দুল ঠাকুর। ৯ বলে ৮ রান করে ফিরে যেতে হয় পাঞ্জাবের এই ব্যাটারকে।
রাজস্থানের নেতৃত্বে ফিরলেন স্যামসন
২ মিনিট আগে
তাকে আউট করে এগিয়ে গিয়ে একটি নোটবুকে নাম লেখার ভঙ্গি করেন দিগ্বেশ। এই সেলিব্রেশন নজর এড়ায়নি আম্পায়ারদের। এরপর তাকে সতর্কও করে দেন। দিগ্বেশের এমন আচরণ আইপিএলের আচরণবিধি লঙ্ঘন করেছে। তাই ম্যাচ শেষে আম্পায়ারদের অভিযোগের ভিত্তিতে ম্যাচ রেফারি তাকে শাস্তি দিয়েছে।
বিসিসিআইয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বোলার দিগ্বেশ সিং রাঠিকে আইপিএল আচরণবিধি লঙ্ঘনের কারণে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে এবং তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।’

দিগ্বেশ আর্টিকেল ২.৫-এর অধীনে লেভেল ১ অপরাধ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারির শাস্তি মেনে নিয়েছেন, যা লেভেল ১ লঙ্ঘনের ক্ষেত্রে চূড়ান্ত ও বাধ্যতামূলক। শাস্তি মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
দিগ্বেশের সেলিব্রেশন ভালোভাবে নেননি সাবেক ভারতীয় ব্যাটার সুনীল গাভাস্কারও। তিনি সেই সময় বলেছিলেন, ‘আমি বুঝতে পারি যদি ব্যাটসম্যান আগের বলে ছক্কা বা বাউন্ডারি মারার পর বোলার উইকেট পেয়ে সেলিব্রেশন করে। কিন্তু একজন বোলারের ছয়টি বল থাকে।'
তিনি আরও যোগ করেন, 'যদি পাঁচটি ডট বলের পর ষষ্ঠ বলে উইকেট পান, আর তখন আপনি এমন কিছু করেন, সেটা অপ্রয়োজনীয় মনে হয়। এসব ইঙ্গিত করে যে আপনি নিজের উইকেট পাওয়ার সম্ভাবনা নিয়েই আত্মবিশ্বাসী ছিলেন না, তাই এখন উইকেট পেয়ে দেখানোর চেষ্টা করছেন।’