আইপিএলে দল না পেয়ে ইংল্যান্ডে যেতে চেয়েছিলেন শার্দুল

ফ্র্যাঞ্চাইজি লিগ
আইপিএলে দল না পেয়ে ইংল্যান্ডে যেতে চেয়েছিলেন শার্দুল
৩৪ রানে চার উইকেট নেন শার্দুল ঠাকুর, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে এবার দল পাননি শার্দুল ঠাকুর। মৌসুম শুরুর আগমুহূর্তে মহসিন খানের ইনজুরিতে কপাল খুলে এই পেসারের। শুরুতে দল না পেয়ে অবশ্য ইংল্যান্ডে কাউন্টি খেলার পরিকল্পনা করেছিলেন তিনি।

গতকাল রাতে সানরাইজার্স হায়দরাবাদকে পাঁচ উইকেটে হারায় লক্ষ্ণৌ। এই ম্যাচে দলের জয়ে দারুণ ভূমিকা রাখেন শার্দুল। সানরাইজার্সকে ১৯০ রানে থামিয়ে দেয়ার ম্যাচে ৩৪ রানে চার উইকেট নেন তিনি।

এর আগের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষেও দুই উইকেট নিয়েছিলেন শার্দুল। সবমিলিয়ে দুই ম্যাচে ছয় উইকেট নিয়েছেন এই পেসার। সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে বর্তমানে বেগুনি ক্যাপ মাথায় চাপিয়েছেন তিনি।

গতকাল ম্যাচসেরা হয়ে শার্দুল বলেন, 'আমি আমার পরিকল্পনা তৈরি করেছিলাম। আইপিএলে সুযোগ না পেলে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলারও পরিকল্পনা ছিল। রঞ্জি ট্রফি খেলার সময় জহির খান আমাকে ফোন করেছিলেন এবং তিনি আমাকে বলেছিলেন যে সম্ভাব্য বিকল্প হিসেবে তোমাকে ডাকা হতে পারে, তাই নিজেকে একদম ছিটকে যাওয়া মনে করো না। যদি বিকল্প হিসেবে ডাকা হয়, তাহলে তোমার খেলার সম্ভাবনা আছে।'

গতকালের ম্যাচে শুরুতে অভিষেক শর্মা এবং ইশান কিশানকে বিদায় করেন শার্দুল। ছয় বলে ছয় রান করেন শার্দুলের শর্ট বলে পুল করতে গিয়ে ক্যাচ তোলা অভিষেক। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইশান উইকেটরক্ষক পান্তের মুঠোয় ক্যাচ তুলে দেন। শেষ দিকে তিনি ফেরান অভিনব মনোহর ও মোহাম্মদ শামিকে।

শার্দুল আরও বলেন, 'অতীতে যা দেখেছি, হেড ও অভিষেক ঝুঁকি নিতে ভালোবাসে, তাই আমিও ভেবেছি আমিও ঝুঁকি নেব। নতুন বল এমন একটা জিনিস যেখানে সুইং থাকলে উইকেট নেওয়া যায় এবং আজ রাতে আমি সেই সুযোগগুলো নিয়েছি।'

আরো পড়ুন: শার্দুল ঠাকুর