promotional_ad

আগে থেকে পরিকল্পনা করে ছক্কা মারি না: পুরান

মৌসুমে এখন পর্যন্ত ১৩টি ছক্কা হাঁকিয়েছে নিকোলাস পুরান,ফাইল ফটো
লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে গতবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রায় ১৮০ স্ট্রাইক রেটে ৫০০ রান করেছিলেন নিকোলাস পুরান। তাই এবারো এই ব্যাটারকে ২১ কোটি রূপিতে ধরে রেখেছিলো দলটি। চলতি আসরেও অনবদ্য ফর্মে আছেন ক্যারিবিয়ান এই উইকেটরক্ষক ব্যাটার। এখন পর্যন্ত মৌসুমে দুই ম্যাচ খেলেই হাঁকিয়েছেন ১৩টি ছক্কা।

promotional_ad

নিজেদের দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ১৯১ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তিনে নেমে ২৬ বলে ৭০ রানের টর্নেডো ইনিংস খেলেন পুরান। ব্যাট চালান ২৭০ স্ট্রাইকরেটে। হাঁকান ৬ চারের সাথে সমান ৬ ছক্কা।


আরো পড়ুন

মার্করাম-পুরানের হাফ সেঞ্চুরির পর লক্ষ্ণৌকে জেতালেন বাদনি

১২ এপ্রিল ২৫
হাফ সেঞ্চুরির পথে এইডেন মার্করাম ও নিকোলাস পুরান

আগের ম্যাচেও ৩০ বলে ৭৫ রানের ইনিংস খেলেছিলেন পুরান। এবারের আইপিএলে প্রথম দুই ম্যাচ মিলিয়ে ৫৬ বল খেলে পুরানের রান ১৪৫। চার মেরেছেন ১২টি, ছক্কা তার থেকেও বেশি, ১৩টি। হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ শেষে পুরান জানান ছক্কা হাঁকানো নিয়ে নিজের কৌশল।


'পরিকল্পনা করে ছক্কা মারি না। সর্বোচ্চ চেষ্টা করি ভালো পজিশনে যেতে, এরপর যদি বল সেখানে পাই, চেষ্টা করি ভালো টাইমিং করতে। গত ৯ বছরে নিজের ব্যাটিং নিয়ে কাজ করে চলেছি। এখন ব্যাটিং অর্ডারে উপরের দিকে ব্যাট করার সুযোগ পাচ্ছি, পাওয়ার প্লেতে ব্যাট করতে পারছি। উইকেট যখন ভালো থাকে, ফায়দা নেওয়াটা গুরুত্বপূর্ণ।'


promotional_ad

পুরানের ব্যাটিংয়ের অন্যতম বৈশিষ্ঠ হচ্ছে, তার ব্যাট চালানোর গতি বা স্পিড। পেস বল হোক কিংবা স্পিন, পুরান ব্যাট চালান বিদ্যুত গতিতে। অথচ তার ভাষ্যমতে, ব্যাট চালানোর গতি নিয়ে আলাদা করে নাকি কাজই করেননি তিনি।


আরো পড়ুন

বুমরাহর তাণ্ডবে লক্ষ্ণৌকে উড়িয়ে দিয়ে প্লে অফের দৌড়ে মুম্বাই

২১ ঘন্টা আগে
উইকেট নেয়ার পর জসপ্রিত বুমরাহ, আইপিএল

'নিজের ব্যাট স্পিড নিয়ে কখনও কাজ করিনি, সৌভাগ্যবশত এই প্রতিভাটা পেয়েছি আমি আগে থেকেই। আর কিছু নয়। তবে বছরের পর বছর ধরে যে ধরনের কাজ করে এসেছি, মাঠে সেসবের ফল পেয়ে এবং দলকে জেতাতে পেরে ভালো লাগছে।'


এবারের আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে হার দিয়ে নিজেদের যাত্রা শুরু করে লক্ষ্ণৌ। আর দ্বিতীয় ম্যাচে জয় পায় শক্তিশালী হায়দরাবাদের বিপক্ষে। নিজেদের তৃতীয় ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে ঋষভ পান্তের দল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball