মুম্বাইতে খেললে বিমানবন্দরে চেকিং লাগে না: রমনদীপ

ছবি: কলকাতার জার্সিতে রমনদীপ সিং

আইপিএলে সুযোগ প্রায় অনেক ক্রিকেটারেরই স্বপ্ন থাকে একদিন মুম্বাইয়ের হয়ে খেলবেন। শুধু অর্থের কারণে নয়। দলটিতে খেলতে অন্য অনেক সুবিধাই পাওয়া যায়। মুম্বাইয়ের সাবেক ক্রিকেটার রমনদীপ সিং সম্প্রতি এক সাক্ষাৎকারে তার নিজের অভিজ্ঞতা কথা খোলাসা করেছেন। রমনদীপ এখন কলকাতায়।
বরুণের সঙ্গে আরো জুটি গড়তে চান মঈন
২৭ মার্চ ২৫
মুম্বাইয়ে খেলার অভিজ্ঞতা খোলাসা করে তিনি বলেছেন, ‘মুম্বই ইন্ডিয়ান্সে অনেক তারকা ক্রিকেটাররা রয়েছে। তাই দলের হয়ে ভালো খেললেও কেকেআরে যদি ভালো খেলা যায়, তাহলে সেটা বেশি চোখে পড়ে। কিন্তু মুম্বাইতে সেটা তুলনামুলকভাবে কম।'
'আর মুম্বাইতে খেললে অনেক রকমের সুযোগ সুবিধা পাওয়া যায়। যেমন বিমানবন্দরে গেলে বোর্ডিং পাস, চেকিংয়ের যা সব ফরম্যালিটি থাকে, ক্রিকেটারদের আলাদাভাবে তা করতে হয় না। কারণ সবই আগে থেকে করা থাকে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে।’

রমনদীপকে দলে নেয়ার জন্য বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি থেকে ১০ কোটি রুপির প্রস্তাব এসেছিল। তবে কলকাতার জন্য বাকি সবাইকে ফিরিয়ে দিয়েছিলেন এই ক্রিকেটার। এবারের আইপিএলের আগে দলটি তাকে রিটেইন করে। কারণ কলকাতাকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রেখেছিলেন রমনদীপ। ব্যাট হাতে একশর উপরে স্ট্রাইক রেটে ১২৫ রান করেছিলেন তিনি।
রমনদীপ কৃতজ্ঞতা জানিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংহের প্রতিও। কারণ করোনার প্রকোপের সময় যুবরাজ এই ক্রিকেটারকে নিয়ে কাজ করেছিলেন। এর বাইরে ছিলেন অভিষেক শর্মা, প্রাভসিমরান সিং। দুজনই যুবরাজের কাছ থেকে দীক্ষা নিয়ে তারকা খ্যাতি পেয়েছেন।
যুবরাজের কৃতিত্ব স্বীকার করে রমনদীপ বলছেন, ‘করোনার সময় আমরা পিসিএর মাঠে অনুশীলন করতাম, যুবরাজ সিং আমাদেক অনেক গাইডেন্স দিত। যেমন একদিন উনি প্রখর রোদের মধ্যে নিজের অনুশীলন ছেড়ে আমাদের জন্য সেন্টার উইকেট বরাদ্দ করেছিল।'
'এরপর আম্পায়ারের পজিশনে দাঁড়িয়ে আমার ব্যাটিং ভিডিও রেকর্ড করে পরে সেটা আমায় পাঠিয়ে কোন কোন জায়গায় ভুল হচ্ছে, সেগুলো ঠিক করে নিতে বলেন। জুনিয়রদের যুবরাজ সিং অনেক সাহায্য করে। দরকারে আমরা ফোন করলে এত ব্যস্ততার মধ্যেও যুবি পাজি সব সময়ই ফোন ধরে এবং কথা বলে।’