'শামীমের ধ্বংসাত্মক ব্যাটিং বাকিদের আত্মবিশ্বাস দিয়েছে', ফাইনালের আগে টেইট

ছবি: সংবাদ সম্মেলনে টেইট, ক্রিকফ্রেঞ্জি

দ্বিতীয় কোয়ালিফায়ারেও খুলনা টাইগার্সের বিপক্ষে হারতে হারতে ম্যাচ জিতেছে চিটাগং। তবে ফাইনালের আগে দলটির প্রধান কোচ শন টেইট জানিয়েছেন শামীম হোসেন পাটোয়ারির ব্যাটিং তাদের আত্মবিশ্বাস দিয়েছে বেশি। বিশেষ করে দলটির উপরের সারির ব্যাটারদের।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ না পেয়ে আক্ষেপ নেই শরিফুলের
৩১ জানুয়ারি ২৫
এবারের বিপিএলে দারুণ সময় কাটছে শামীমের। এরই মধ্যে ১৪ ইনিংসে প্রায় ত্রিশ গড়ে ৩৫০ রান করেছেন তিনি খুলনার বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৫ রান করে আউট হলেও আগের ম্যাচেই ৪৭ বলে ৭৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এর আগের ম্যাচে বরিশালের বিপক্ষে ১২ বলে ৩০।
শামীমের ব্যাটিংয়ের প্রশংসা করে টেইট বলেছেন, 'আপনি যদি শামীম পাটোয়ারির কথাই ধরুন সে ছয় নম্বর পজিশনে খেলেছে। সে সামনের দিকের ব্যাটারদের দারুণ আত্মবিশ্বাস দিয়েছে। আপনি দেখেছেন তার মতো ব্যাটার কতটা ধ্বংসাত্মক হতে পারে। তাকে বল করা খুবই কঠিন। সে আমাদের দারুণ আত্মবিশ্বাস দিয়েছে। আমার মনে হয় আমাদের ভালো বোলিং আক্রমণও রয়েছে। সব সময় আপনি সবকিছু পাবেন না।'

নিজেদের ব্যাটিংয়ের গভীরতা নিয়ে টেইট বলেছেন, 'অনেকেই বলবে আমাদের ব্যাটিংয়ের গভীরতা নেই। দিন শেষে আমরা ফাইনালে খেলছি। অনেক সময় আপনাকে রিস্ক নিতে হবে এবং দল হিসেবে আপনাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এবং নিজেদের প্লেয়ারদের পাশে দাঁড়াতে হবে। অনেক সময় এগুলো আপনার পক্ষে যাবে অনেক সময় এগুলো বিপক্ষে যাবে। আমি এগুলোর সঙ্গে মানিয়ে নিয়েছি। টুর্নামেন্টের বেশিরভাগ অংশে আমাদের ব্যাটাররা দারুণ কাজ করেছে।'
আমি নই, শামীম ৩৬০ ডিগ্রি ব্যাটার: আলাউদ্দিন বাবু
৬ মার্চ ২৫
ফাইনালের আগে বরিশালকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবেই মানছেন চিটাগং কোচ। বরিশাল দলেও অনেক মানসম্পন্ন ক্রিকেটার আছেন। তাই ফাইনালের আগে প্রতিপক্ষের প্রতি সম্মান দেখিয়েছেন সাবেক এই অজি পেসার। তবে প্রতিপক্ষের ব্যাপারে খুব বেশি কথা বলতে চান না ফাইনালের আগে।
টেইট বলেছেন, 'অবশ্যই ভালো দল। তাদের দলে অবশ্যই ভালো কিছু মানসম্পন্ন ক্রিকেটার আছে। আমি তাদের নিয়ে খুব বেশি কথা বলতে চাই না। আমি শুধু এটা আমাদের মধ্যেই রাখতে চাই।'