promotional_ad

‘ব্যাকআপ ক্রিকেটার নেই, ভাঙাচোরা দল নিয়ে খেলতে হচ্ছে’

অধিনায়ক আরিফুল হক যেন খানিকটা অসহায়, ক্রিকফ্রেঞ্জি
বাংলাদেশি জাকির হাসান, জাকের আলী অনিকের সঙ্গে স্কটল্যান্ডের জর্জ মানজি! সিলেট স্ট্রাইকার্সের স্কোয়াড কিংবা একাদশ সবখানেই যেন উইকেটকিপারের ছড়াছড়ি। অথচ কয়েকটি ম্যাচে সিলেটের হয়ে কিপিং করেছেন অনিয়মিত উইকেটকিপার রনি তালুকদার। দলে তিনজন বিশেষজ্ঞ উইকেটকিপার থাকার পরও রনির হাতে গ্লাভস তুলে দেয়ায় সিলেটকে নিয়ে প্রশ্ন উঠতেই পারে। অধিনায়ক আরিফুল হক অবশ্য জানালেন, তাদের সবার চোটের কারণে বাধ্য হয়েই রনিকে দিয়ে কিপিং করাতে হচ্ছে সিলেটকে।

promotional_ad

বিপিএলে নিজের প্রথম আসরে বাজিমাত করলেও সবশেষ মৌসুমে কিছুই করে দেখাতে পারেনি সিলেট। চলমান মৌসুমেও কাগজে-কলমে শক্তিশালী দল বানাতে পারেনি তারা। তবে জাকির, জাকের, তানজিম হাসান সাকিবের মতো দেশি ক্রিকেটারদের সঙ্গে মানজি, পল স্টার্লিং, রিস টপলিদের মতো বিদেশি ক্রিকেটারদের নিয়ে খানিকটা স্বপ্ন দেখছিলেন তারা। যদিও টুর্নামেন্টের শুরুটা একবারে ভালো করতে পারেনি তারা। তবে ঘরের মাঠে গিয়ে নিজেদের ভাগ্য বদলায় সিলেট। 


আরো পড়ুন

বিপিএলে শাস্তি পেয়ে ডিপিএলে ২ ম্যাচ নিষিদ্ধ সাকিব

৩১ জানুয়ারি ২৫
সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে তানজিম সাকিব, ক্রিকফ্রেঞ্জি

জাকিরের ম্যাচসেরা ইনিংসে দুটো জয়ের দেখা পায় ২০২৩ বিপিএলের রানার্স আপরা। সেই ম্যাচ জেতার পর চট্টগ্রামে তিনটি ম্যাচেই হেরেছে তারা। ৯ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে সবার নিচে তাই সিলেটের নাম। সবশেষ কয়েক ম্যাচ ধরেই সিলেটের একাদশে দেখা যাচ্ছে না তানজিমকে। আরিফুল নিজেই জানিয়েছিলেন ডানহাতি পেসারের চোটের কথা। হাঁটুতে চোট পাওয়া তানজিমকে কবে পাওয়া যাবে সেটার নিশ্চয়তাও নেই। 


বোলিংয়ে দলের সবচেয়ে বড় তারকাকে হারিয়ে সিলেট খানিকটা তাই ভঙ্গুর। জাকের পিঠের চোটে, জাকির হাঁটুর চোটে এবং মানজি ভুগছেন আঙুলের চোটে। এমন অবস্থায় রনিকে দিয়ে কিপিং করাচ্ছে তারা। ফলে বাড়তি কিছু রানও খরচ করতে হচ্ছে সিলেটকে। এদিকে কদিন আগে চোটের কারণে ছিটকে গেছেন ওয়েস্ট ইন্ডিজের রাকিম কর্নওয়াল। খুলনা টাইগার্সের বিপক্ষে নাহিদুল ইসলামকে খেলাতে চাইলেও তিনি পিঠে চোট পেয়েছেন। চোটে জর্জরিত সিলেটের একাদশ সাজানোই তাই কঠিন হয়ে পড়েছে।



promotional_ad

ম্যাচ শেষে আরিফুল বলেন, ‘আমাদের উইকেটকিপার চারটা। চারটা কিপার থাকার পরও আমাদের রনিকে কিপিং করতে হচ্ছে। কারণ, জাকের আলি অনিকের ব্যাকে লাগা (পিঠের সমস্যা), জাকিরের হাঁটুতে লাগা (চোট), মানজির আঙুলে লাগা (চোট)। ওরা কেউ কিপিং করতে পারছে না। বিষয়টা এমন যে, এখন রনিকে দিয়ে আমাদের কিপিং করা হচ্ছে।’


আরো পড়ুন

‘দেখা যাবে শেষ ম্যাচেও কেউ না কেউ বলছে আমি খেলতে পারব না’

২৮ জানুয়ারি ২৫
বিপিএলের এবারের আসরটা হয়ত ভুলে যেতে চাইবেন আরিফুল হক, ক্রিকফ্রেঞ্জি

‘আরেকটা হলো আমাদের সাকিব (তানজিম হাসান)। ওর হাঁটুতে লাগছে, আমরা চট্টগ্রামে ওকে পাইনি। আমাদের বোলিং শক্তিও কমে গেছে এখানে। আজকে নাহিদকে নিয়ে আমরা পরিকল্পনা করছিলাম যে ওকে খেলাব। কিন্তু ওর ব্যাকে (পিঠে) লেগেছে। যত কিছু আছে, আমাদের দলে সব একসঙ্গে শুরু হয়ে গেছে। আমাদের এখন ১১ জন করাই কঠিন হয়ে যাচ্ছে।’


মানজি, স্টার্লিং, অ্যারন জোন্সের মতো ক্রিকেটার থাকলেও সিলেটের প্রত্যাশা মেটাতে পারেননি কেউই। ‍জয় পাওয়া দুটি ম্যাচে সবচেয়ে বেশি অবদান রেখেছেন দেশি ক্রিকেটাররাই। এমন অবস্থায় দলের বেশিরভাগ ক্রিকেটারের চোট সঙ্গী হওয়ায় খুলনার বিপক্ষে কাদিম অ্যালেইনকে অভিষেক করিয়েছে দলটি। অথচ নিজেদের দেশ ওয়েস্ট ইন্ডিজেও খুব বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই এই অলরাউন্ডারের। এমন অবস্থায় নিজেদের দুর্ভাগা ভাবছেন আরিফুল।



দলের খুব বেশি ব্যাক আপ ক্রিকেটার না থাকায় ভাঙাচোরা দল নিয়ে খেলতে হচ্ছে বলে জানান সিলেটের অধিনায়ক। আরিফুল বলেন, ‘(নিজেদের) দুর্ভাগা তো মনে হচ্ছেই। রাকিমের (কর্নওয়াল) পুরো মৌসুম খেলার কথা ছিল। সেও এসে চোট পেয়ে চলে গেল। এখন দলের সবাই মনে হয় ইনজুরড। ব্যাক-আপ ক্রিকেটার বলতে কেউ নেই। ভাঙাচোরা (দল) নিয়েই খেলতে হচ্ছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball