জাকের বা আমি এরকম ম্যাচ অনেক জিতিয়েছি: আরিফুল
ছবি: গণমাধ্যমে কথা বলছেন আরিফুল হক, ক্রিকফ্রেঞ্জি
টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৫৫ রান তোলে রংপুর। এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সিলেট। শেষ পর্যন্ত নয় উইকেটে ১২১ রানে থামে দলটি।
‘দেখা যাবে শেষ ম্যাচেও কেউ না কেউ বলছে আমি খেলতে পারব না’
২৮ জানুয়ারি ২৫পাঁচ ওভারে ৪৩ রানে তিন উইকেট হারানোর পর উইকেটে আসেন জাকের আলী। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটারও এ দিন ছিলেন নিষ্প্রভ। ৩৩ বলে ২৪ রান করেন তিনি। আরিফুল উইকেটের পেছনে ক্যাচ দেন গোল্ডেন ডাক মেরে।
এই ম্যাচে না পারলেও এরকম অনেক ম্যাচ জাকের বা তিনি নিজেই শেষ করে এসেছেন বলে মনে করিয়ে দিয়েছেন আরিফুল। মাত্র এক ম্যাচ দেখে দলের এমন পারফরম্যান্সে একটুও হতাশ নন এই অলরাউন্ডার।
আরিফুল বলেন, 'আমাদের দলেও ফিনিশার আছে। জাকের আছে, আমি আছি। এই ধরনের অনেক ম্যাচ আমরা জিতিয়েছি। আমার মনে হয় এক ম্যাচ দেখে সব সিদ্ধান্ত নেয়া ঠিক না। সময় আছে আশা করি আমরা কামব্যাক করব।'
বিপিএলে শাস্তি পেয়ে ডিপিএলে ২ ম্যাচ নিষিদ্ধ সাকিব
৩১ জানুয়ারি ২৫বিপিএলের ঢাকা পর্বে এবার উইকেট বেশ ব্যাটিং সহায়ক। যদিও গতকালের উইকেটটি খানিকটা স্লো বা মন্থর গতির ছিল বলে মন্তব্য করেছেন আরিফুল। যদিও সেটিকে ম্যাচ হারের কারণ বলছেন না তিনি।
আরিফুল আরও বলেন, 'পরের দিকে উইকেটটি অবশ্যই স্লো ছিল। টার্ন করছিল, তবে ১৫০-৫৬ রান আসলে অতিক্রম করা যেত। আমরাই ফেইল করেছি।'
'আমাদের পরিকল্পনা ছিল যে আমরা শেষ পর্যন্ত খেলব, কারণ আমাদের যদি উইকেট হাতে থাকে, শেষ পাচ-ছয় ওভারে যদি ৫০ রানের একটা লক্ষ্য থাকে তাহলে আসলে (আমরা পারতাম)... আমাদের পরিকল্পনা অনুযায়ীই আমরা খেলছিলাম। তবে ওই সময়ে বেশি ডট বল হওয়ায় আমরা আর সেই পরিকল্পয়ায় যেতে পারিনি।